‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায় আছেন শাহরুখ খান, নিশ্চিত করলেন করণ

‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায় শাহরুখ খান

আর মাত্র সাতদিন পর মুক্তি পাবে রণবীর-আলিয়ার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’। দীর্ঘ ৫ বছর ধরে অধীর আগ্রহে যে সিনেমার মুক্তির অপেক্ষায় ছিলেন রণবীর-আলিয়ার ভক্তরা, তা আসতে আর বেশি দেরি নেই। কিন্তু সিনেমা মুক্তির মাত্র কয়েক দিন আগেই ফাঁস হয়েছে এর বড় একটি চমক। ‘ব্রহ্মাস্ত্র’তে ক্যামিও চরিত্রে থাকছেন বলিউড বাদশা শাহরুখ খান

এতদিন এই বিষয়ে অফিসিয়াল কোনো তথ্য না থাকলেও একের পর এক গুঞ্জনে বেশ সরগরম ছিল বলিউড। একে তো সিনেমাটি নিয়ে মানুষের আগ্রহ তুঙ্গে, তার উপরে যদি শাহরুখ খান ক্যামিও করেন, তাহলে শাহরুখ ভক্তদের জন্য সেটা হবে ‘মেঘ না চাইতে পানি’র মতো বিষয়!

তবে এবার সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে গত বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘ব্রহ্মাস্ত্র’ এর মারকাটের এক ঝলক শেয়ার করলেন সিনেমাটির প্রযোজক করণ জোহর। সেই ঝলক দেখে শাহরুখকে চিনে নিতে ভুল করেনি তাঁর ভক্তরা। বাদশাকে এইভাবে উড়ে উড়ে মারপিট করতে দেখে উত্তেজিত ফ্যানেরা। অন্যদিকে সিনেমাটিতে কিং খানের উপস্থিতি গত বুধবারই নিশ্চিত করেছেন সিনেমার আরেক অভিনেত্রী মৌনি রায়।  

kalerkantho

ব্রহ্মাস্ত্র সিনেমার দৃশ্যে শাহরুখ খান

মাত্র ১০ সেকেন্ডের এই ক্লিপস শেয়ার করে করণ লিখেছেন, ‘ব্রহ্মাস্ত্র’র অসাধারণ ক্ষমতা সবাই দেখতে পাবে মাত্র ৮ দিন পর!’ কেউ কেউ শাহরুখের এই চরিত্রের সঙ্গে হনুমানের তুলনা করছেন। হনুমান যেমনভাবে লঙ্কায় আগুন লাগিয়েছিল, তেমনই এই দৃশ্যে আগুন নিয়ে খেলা করতে দেখা যাচ্ছে তাকে। পাশাপাশি গত মাসের গোড়ার দিকে ‘ব্রহ্মাস্ত্র’-এর ফাঁস হওয়া ভিডিওতে শাহরুখের যে রূপ দেখা গিয়েছিল তা দেবতা বজরংবলীর কথাই মনে করাচ্ছে।

kalerkantho

‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার প্রধান চরিত্র রণবীর কাপুর

২০২২ সালের ৯ সেপ্টেম্বর সিনেমা হলে মুক্তি পাবে ‘ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান: শিবা’। তিনটি পার্টে তৈরি হবে ‘ব্রহ্মাস্ত্র’। গত ৮ বছর ধরে এই সিনেমার উপর কাজ করছেন পরিচালক অয়ন মুখার্জি। রণবীর-আলিয়া ছাড়াও সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন অমিতাভ বচ্চন, নাগার্জুন এবং মৌনি রায়।

সূত্র : হিন্দুস্তান টাইমস

LEAVE A REPLY