‘দ্য রিংস অফ পাওয়ার’ এর একটি দৃশ্য
বহুল প্রতীক্ষিত সিরিজ, ‘দ্য লর্ড অব দ্য রিংস : দ্য রিংস অব পাওয়ার’ এসে গেছে দর্শকের অপেক্ষার অবসান ঘটিয়ে। যেসব ভক্ত ইতিমধ্যে এর অপূর্ব সৃষ্টি সেই মধ্য পৃথিবীতে ফিরে গেছেন, তারা এর সৌন্দর্যে ভাসছেন এখন।
অ্যামাজন অরিজিনালের এই সিরিজটি শুক্রবার সকালে আত্মপ্রকাশ করেছে এবং ইতিমধ্যেই এটি ‘দৃশ্যত অত্যাশ্চর্য’ হওয়ার দৌড়ে বেশ সাড়া পাচ্ছে ও পজিটিভ পর্যালোচনা পাচ্ছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ঝড় উঠেছে সিরিজটি নিয়ে।
একজন টুইটার ব্যবহারকারী লিখেছেন, ‘এটি আজ বড় স্ক্রিনে বেশির ভাগ ব্লকবাস্টারের চেয়েও ভালো দেখাচ্ছে। ’ অপর একজন লিখেছেন, ‘ও খোদা! এটি চমৎকার হয়েছে। ’

‘দ্য রিংস অব পাওয়ার’-এর একটি দৃশ্য
এর সিনেমাটোগ্রাফিকে ‘পরিপূর্ণ’, ‘অত্যাশ্চর্য’ এবং ‘একদম শ্বাসরুদ্ধকর’ হিসেবেও বর্ণনা করেছেন অনেকে।
‘দ্য রিংস অব পাওয়ার’ দুটি পর্বের সঙ্গে অনলাইনে আত্মপ্রকাশ করেছে এবং ভক্তরা ইতিমধ্যেই তাদের পছন্দের চরিত্রগুলো পেয়ে গেছেন। গ্যালাড্রিয়েলের চরিত্রে মরফিড ক্লার্ক এবং এলরন্ডের ভূমিকায় রব আরমায়ো সবার পছন্দের চরিত্র হিসেবে স্থান করে নিয়েছেন। এটি এমনও হতে পারে যে দুজন সেই কয়েকটি চরিত্রের মধ্যে রয়েছেন, যারা প্রথমবার ‘দ্য লর্ড অব দ্য রিংস’ এবং ‘দ্য হবিট’ মুভি ফ্র্যাঞ্চাইজিতে উপস্থিত হওয়ার পরে পর্দায় ফিরে আসছেন।

‘দ্য রিংস অব পাওয়ার’-এর পোস্টার
জে আর আর টলকিয়েনের মূল ট্রিলজি এবং দ্য হবিট-এর হাজার বছর আগের গল্পে সজ্জিত জেডি পেইন দ্বারা নির্মিত সিরিজটি মধ্য-পৃথিবীর দ্বিতীয় যুগের প্রধান ঘটনাগুলোকে কিছু নতুন চরিত্রের সঙ্গে অন্বেষণ করে তৈরি করা হয়েছে। বিশ্বজুড়ে কোটি ভক্তের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল সিরিজটি। খুব শীঘ্রই দুনিয়া মাতাতে যাচ্ছে বহুল আকাঙ্ক্ষিত এই সিরিজটি, এতে কোনো সন্দেহ নেই!
সূত্র : টাইমস অব ইন্ডিয়া।