পাকুন্দিয়ায় তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষে বিএনপির শতাধিক নেতাকর্মী আহত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে দলটির শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। 

শনিবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত তিন ঘণ্টাব্যাপী থেমে থেমে চলে এ সংঘর্ষ। উভয়পক্ষের সংঘর্ষ ও ধাওয়া-পালটা ধাওয়ায় উপজেলা সদর রণক্ষেত্রে পরিণত হয়।

এ সময় পুলিশ বিএনপি নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ, টিয়ারশেল ও শটগানের গুলি ছোড়ে। বিএনপির নেতাকর্মীরাও ইটপাটকেল ছোড়ে।

এ সময় উপজেলা সদর বাজারের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেন এবং পথচারীরা দিগ্বিদিক ছোটাছুটি করেন। সংঘর্ষে বিএনপির শতাধিক নেতাকর্মী আহত হন। তাদের বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। 

উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন জানান, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বেলা ১১টার দিকে তারা বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা সদর বাজার এলাকায় যান। এ সময় বিনা উস্কানিতে পুলিশ পেছন থেকে ব্যাপক লাঠিচার্জের পাশাপাশি টিয়ারশেল ও শটগানের গুলি ছোড়ে। এ সময় নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে ইটপাটকেল নিক্ষেপ করে পুলিশকে প্রতিহত করার চেষ্টা করেন। এ সময়  শতাধিক নেতাকর্মী আহত হন।

পাকুন্দিয়া থানার ওসি সারোয়ার জাহান দাবি করেন, বিএনপির মিছিল সহিংস রূপ ধারণ করলে সাধারণ মানুষের জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে পুলিশ টিয়ারশেল ও শটগানের গুলি ছোড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

LEAVE A REPLY