যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে সুপারস্টোর ওয়ালমার্টের একটি দোকানে বিমান বিধ্বস্ত করার হুমকি দিয়েছেন এক ব্যক্তি। এ ঘটনায় ওই ব্যক্তির বিরুদ্ধে চুরি ও সন্ত্রাসী হামলার হুমকির অভিযোগ আনা হয়েছে।
বিবিসি জানিয়েছে, অভিযুক্ত ওই মার্কিন নাগরিকের নাম কোরি ওয়াইনে পিটারসন। এরই মধ্যে তাকে আটক করেছে মিসিসিপি পুলিশ।
হুমকির কথা জানার পর মিসিসিপি অঙ্গরাজ্যের টুপেলো এলাকার পুলিশ বিভাগ দোকানটি থেকে লোকজন সরিয়ে নেয়। সবাইকে স্থাপনাটি থেকে চলে যেতে বলা হয়। সব জরুরি পরিষেবাকে সতর্কও করা হয়।
জানা গেছে, ২৯ বছর বয়সী কোরি টুপেলো বিমানবন্দর থেকে ছোট্ট বিমানটি চুরি করে আকাশে উঠে যান। তিনি শহরের ওপরের আকাশে চক্কর দিতে থাকেন। এটি একটি বিচক্রাফট কিং এয়ার ৯০ মডেলের বিমান। দুই ইঞ্জিনের বিমানটি ১০-১১ আসনের।
পুলিশ ‘পাইলটের’ সঙ্গে সরাসরি কথা বলা শুরু করে একপর্যায়ে একটি মাঠে অবতরণ করায়।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি স্থানীয় বিমানবন্দরে কাজ করতেন। কিন্তু তার কাছে পাইলট হিসেবে কোনো লাইসেন্স পাওয়া যায়নি। তবে তিনি বিমান চালানোর ব্যাপারে কিছু দিকনির্দেশনা পেয়েছেন।
সন্দেহভাজন ব্যক্তির সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর কথোপকথনের কোনো বিশদ বিবরণ কিংবা তার সম্ভাব্য উদ্দেশ্য এখনো প্রকাশ করা হয়নি।
সূত্র : বিবিসি।
