দুর্ঘটনায় নিহত টাটা সন্সের সাবেক চেয়ারম্যান সাইরাস মিস্ত্রি

টাটা সন্সের সাবেক চেয়ারম্যান সাইরাস মিস্ত্রি এবং দুর্ঘটনাগ্রস্ত গাড়ি।

ভারতের গুজরাটের আহমেদাবাদ থেকে নিজের মার্সিডিজ গাড়িতে করে গতকাল রবিবার মহারাষ্ট্রের মুম্বাইয়ে ফিরছিলেন টাটা সন্সের সাবেক চেয়ারম্যান সাইরাস মিস্ত্রি। মহারাষ্ট্রের পালঘরের কাছাকাছি সূর্য নদীর সেতুর ওপরে এলেই গাড়ি ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে মৃত্যু হয় তার।

পুলিশ জানিয়েছে, দুপুর ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তারা প্রাথমিকভাবে ধারণা করছেন এটি একটি দুর্ঘটনা।

বিজ্ঞাপনসাইরাসের সঙ্গে গাড়িতে আরো দুজন ছিলেন। তাঁদের উদ্ধার করে গুজরাটের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

২০০৬ সালে টাটা সন্স বোর্ড থেকে তাঁর বাবা পালোনজি মিস্ত্রি অবসরের পর সাইরাস টাটা বোর্ডে যোগ দেন। ছবছর পর ২০১২ সালে টাটা গ্রুপের চেয়ারম্যান পদ থেকে রতন টাটা সরে গেলে দায়িত্ব পান সাইরাস। ২০১৬ পর্যন্ত চেয়ারম্যান পদে ছিলেন সাইরাস। ওই বছরেই টাটা সন্স বোর্ড তাঁকে চেয়ারম্যান পদ থেকে সরিয়ে নটরাজন চন্দ্রশেখরনকে সেই দায়িত্ব দেয়। সূত্র: আনন্দবাজার পত্রিকা।

LEAVE A REPLY