রাহাতের সঙ্গে ডিভোর্স হলেও রানু চায় তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগের সত্যটা যেন প্রকাশ পায়। রানুর ইচ্ছা পূরণের জন্য ভিক্ষুকের ছদ্মবেশে আলোকে নিয়ে বীথি যায় বানেছার বাড়িতে। কৌশলে ওরা বানেছার কাছ থেকে আসল সত্যটা বের করার চেষ্টা করে। তখনই ওদের দেখে শরীফের সন্দেহ হয়। বীথিরা পালাতে গেলে ধাওয়া করে শরীফ। বীথি কি পারবে রানুর ইচ্ছা পূরণ করতে, নাকি ধরা পড়ে যাবে শরীফের কাছে?
বিখ্যাত লেখক জেন অস্টেনের জনপ্রিয় উপন্যাস ‘প্রাইড অ্যান্ড প্রেজুডিস’র অনুপ্রেরণায় মান অভিমান নাটকটির চিত্রনাট্য তৈরি করা হয়েছে।
এ নাটকে অভিনয় করেছেন তোফা হাসান, সমাপ্তি মাশুক, ইফফাত আরা তিথি, শিবলী নওমান, শাকিলা আক্তার, কাজী রাজু, মিলি বাশার ও ইমিলা হকসহ অনেকে। নাটকটি প্রতিদিন সন্ধ্যা ৭টায় প্রচার হচ্ছে দীপ্ত টিভিতে।