বিয়ের আসর থেকে ফিলিস্তিনি কনেকে তুলে নিয়ে গেল ইসরাইলি পুলিশ

ফিলিস্তিনি তরুণীকে তার বিয়ের আসর থেকে তুলে নিয়ে গেছে ইসরাইলি পুলিশ।

ইসরাইলের উত্তরাঞ্চলীয় শহর আরাব্বায় গত সপ্তাহে এ বর্বর ঘটনাটি ঘটে। খবর আরব নিউজের।

কনের আইনজীবী শাদি থাব্বাহ জানান, ফিলিস্তিনি ওই তরুণীর হবু স্বামীর বিরুদ্ধে ইসরাইলি পুলিশের মামলা ছিল।

বিয়ের আসরে যাতে উপস্থিত হতে না পারে, এ জন্য কনেকে তুলে নিয়ে গেছে। বিয়েটি পণ্ড করতেই ওই অভিযান চালায় পুলিশ।

ইসরাইলি পুলিশের এ অমানবিক কর্মকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে।

নেটিজনরা এহেন আচরণের কারণে ইসরাইলের কঠোর সমালোচনা করেছেন।

LEAVE A REPLY