রাষ্ট্রদ্রোহের দায়ে ২২ বছরের কারাদণ্ড পেলেন রুশ সাংবাদিক

রাষ্ট্রদ্রোহিতার জন্য ২২ বছরের কারাদণ্ডপ্রাপ্ত রাশিয়ান সাংবাদিক ইভান সাফরোনভ। (ছবি : এপি ছবি/আলেকজান্ডার জেমলিয়ানিচেঙ্কো)

রাশিয়ান সাংবাদিক ইভান সাফরোনভকে রাষ্ট্রদ্রোহিতার জন্য দোষী সাব্যস্ত করে ২২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। মস্কোর একটি আদালত সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

আদালতের অভিযোগ থেকে জানা যায়, রাশিয়ার সামরিক এবং প্রযুক্তিগত সহযোগিতা, প্রতিরক্ষা এবং নিরাপত্তা সম্পর্কিত রাষ্ট্রীয় গোপনীয় তথ্য ন্যাটোর একটি গোয়েন্দা পরিষেবার কাছে পাচার করেছিলেন তিনি। গুপ্তচরবৃত্তির দায়ে রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস ২০২০ সালে মস্কোতে সাফরোনভকে গ্রেপ্তার করে।

সাম্প্রতিক সময়কার গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, সাফরোনভ চেক গোয়েন্দা দলকে সহযোগিতা করেছিল।

গ্রেপ্তারের সময় সাফরোনভ রাশিয়ার রাষ্ট্রীয় মহাকাশ কর্পোরেশন রোসকসমসে তথ্য উপদেষ্টা পদে দায়িত্ব পালন করছিলেন বলে জানা গেছে।

এর আগে, তিনি রুশ সংবাদপত্র কমার্স্যান্ট এবং ভেদোমোস্টিতে প্রতিবেদক হিসেবে কাজ করেছিলেন। সে সময় তিনি প্রতিরক্ষা এবং মহাকাশ শিল্পের প্রতিবেদন করার জন্য বিশেষ পারদর্শী ছিলেন বলে জানা যায়।

সূত্র : আনাদোলু।

LEAVE A REPLY