রাশিয়ায় আগ্নেয়গিরিতে ওঠার সময় ৮ পর্বতারোহীর মৃত্যু

রাশিয়ার পূর্বাঞ্চলের কামচাটকা অঞ্চলে অবস্থিত ক্লিউচেভস্কায়া পর্বতমালা। (ছবি : গেটি ইমেজেস)

রাশিয়ার পূর্বাঞ্চলের ক্লিউচেভস্কায়া সোপকা আগ্নেয়গিরিতে উঠতে গিয়ে আট পর্বতারোহীর মৃত্যু হয়েছে বলে সোমবার জানিয়েছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মারা যাওয়া আট পর্বতারোহী ১২ জনের একটি দলের অংশ ছিল, যার মধ্যে দুজন গাইড ছিলেন। তারা মঙ্গলবার আগ্নেয়গিরিতে আরোহণ শুরু করেছিল, কর্তৃপক্ষের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।

আরো জানা গেছে, বেঁচে যাওয়া চার পর্বতারোহী বিভিন্ন উচ্চতায় উদ্ধারকারীদের জন্য অপেক্ষা করছেন।

ক্লিউচেভস্কায়া সোপকা রাশিয়ার কামচাটকা উপদ্বীপের ১৬০ টিরও বেশি আগ্নেয়গিরির মধ্যে সবচেয়ে উঁচু। এটি সক্রিয় এবং সুপ্ত আগ্নেয়গিরি, উষ্ণ প্রস্রবণ এবং প্রচুর বন্যপ্রাণীর জন্য বিখ্যাত।

সূত্র : ফক্স নিউজ।

LEAVE A REPLY