শাহরুখ খান ও সালমান খানঅ
দীর্ঘ বিলম্বের পর অবশেষে সালমান খান এবং ক্যাটরিনা কাইফ অভিনীত ‘টাইগার ৩’-এর শুটিং করতে প্রস্তুত শাহরুখ খান। মনীশ শর্মা পরিচালিত সিনেমাটির কার্যক্রম গত বছরের মার্চ মাস থেকে শুরু হয়েছে। ভারত ছাড়া বিদেশের বিভিন্ন লোকেশনে সিনেমাটির শুটিং হয়েছে।
.jpg)
‘টাইগার জিন্দা হ্যায়’ সিনেমার একটি দৃশ্যে সালমান খান
ভারতীয় একটি গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, শাহরুখ খান এই মাসের শেষের দিকে ‘টাইগার ৩’-এর জন্য তাঁর অংশের শুটিং করবেন।
তিনি সিনেমাটির একটি বিশেষ মুহূর্তের দৃশ্যে অভিনয় করবেন।

বলিউড বাদশা শাহরুখ খান
বর্তমানে সালমান ও শাহরুখ দুজনই নিজ নিজ প্রজেক্টের শুটিংয়ে ব্যস্ত। সালমান যখন ‘কিসি কা ভাই কিসি কি জান’-এর শুটিং করছেন, শাহরুখ তখন অ্যাটলির সিনেমার জন্য চেন্নাইয়ে রয়েছেন। এই মাসের শেষ পর্যন্ত শাহরুখ ‘জাওয়ান’-এর শুটিং করবেন বলে জানা গেছে। এরপর অভিনেতা মুম্বাইয়ে ফিরে যাবেন এবং ‘টাইগার ৩’-এর শুটিং করবেন।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া।