খারকিভে ইউক্রেনের হামলা, গুরুত্বপূর্ণ শহর হাতছাড়া হওয়ার শঙ্কায় রুশ সেনারা

ইউক্রেনের সেনারা উত্তর-পূর্ব দিকের অঞ্চল খারকিভে পাল্টা আক্রমণ চালানো শুরু করেছে। যা অনেকের কাছে চমকপ্রদ। কারণ খারকিভে পাল্টা আক্রমণ চালানোর কোনো পরিকল্পনার কথা জানায়নি তারা। তাছাড়া এমন কোনো ঘোষণাও দেওয়া হয়নি। 

কথিত দোনেৎস্ক পিপলস রিপাবলিকের রুশপন্থি প্রশাসনের একজন কর্মকর্তা বুধবার জানিয়েছেন, ইউক্রেনের সেনারা বালাকলিয়া শহরটি ঘিরে ফেলেছে। এটি খারকিভ এবং রুশসেনাদের দখলকৃত ইজিয়ামের মাঝে অবস্থিত। শহরটিতে ২৭ হাজার মানুষ বসবাস করেন। 

এ ব্যাপারে দানিল বেজসোনোভ নামে ওই কর্মকর্তা বলেন, আজ দীর্ঘ কামান প্রস্তুতি নিয়ে বালাকলিয়াতে হামলা চালানো শুরু করেছে ইউক্রেনের সেনারা। 

এ মুহুর্তে বালাকলিয়া ইউক্রেনীয় সেনাদের হামলা চালানোর পরিধির মধ্যে রয়েছে। যদি বালাকলিয়াতে ইউক্রেনের সেনারা প্রবেশ করতে পারে তাহলে ইজিয়ামে রুশ সেনাদের অবস্থান কঠিন হয়ে যাবে, যোগ করেন দানিল বেজসোনোভ।

যাচাইবিহীন একটি ভিডিওতে দেখা যায় বালাকলিয়ার প্রবেশদ্বারে ইউক্রেনের সেনারা দাঁড়িয়ে আছে।

ইজিয়ামকে ব্যবহার করে পূর্ব দিকে হামলা চালিয়ে থাকে রুশ সেনারা। 

বিশেষজ্ঞরা বলছেন, ইউক্রেনের সেনাদের বর্তমান লক্ষ্য হলো কুপাইয়ান্সক দখল করা। এখানে একটি গুরুত্বপূর্ণ রাস্তা রয়েছে। যেটি ব্যবহার করে দক্ষিণ দিক থেকে ইউক্রেনের পূর্ব সীমান্তের দিকে রসদ পরিবহণ করে রুশ সেনারা। 

সূত্র: দ্য গার্ডিয়ান

LEAVE A REPLY