বেঙ্গালুরুর বন্যায় উদ্ধারকাজে ব্যবহৃত হচ্ছে ট্রাক্টর

বেঙ্গালুরুতে জলাবদ্ধ রাস্তায় ট্রাক্টর। (ছবি : এএফপি)

ভারতের সিলিকন ভ্যালি হিসেবে পরিচিত কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরুর রাস্তাগুলো এখন পানির নিচে। চকচকে এই শহরে এত দিন ট্রাক্টরকে একটি অবাঞ্ছিত যান হিসেবে দেখা হতো। কিন্তু এখন বেঙ্গালুরুর বাসিন্দাদের এই ট্রাক্টরের ওপরই ভরসা করতে হচ্ছে। কর্তৃপক্ষ মঙ্গলবার ট্রাক্টর ব্যবহার করে বন্যায় ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের উদ্ধার করেছে বলে জানা গেছে।

আনএকাডেমির প্রতিষ্ঠাতা গৌরব মুঞ্জাল, তার পরিবার এবং কুকুরকে একটি ট্রাক্টর উদ্ধার করার পর টুইটারে তিনি বলেছেন, ‘ব্যাপারগুলো খুবই খারাপ। দয়া করে সাবধান থাকুন। ’

কর্ণাটক রাজ্য সরকার ইতিমধ্যে বেঙ্গালুরুতে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ৩০০ কোটি রুপি ত্রাণ সহায়তা ঘোষণা করেছে। শহরটিতে বিশ্বের অনেক বড় বড় কম্পানিসহ দেশের অনেক স্টার্টআপের কার্যালয় রয়েছে। এবারের বর্ষায় শহরটিতে অস্বাভাবিক বৃষ্টি হয়েছে। এক হিসাবে দেখা গেছে ১ জুন থেকে গড় বৃষ্টিপাতের চেয়ে ১৬২ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে এবারের বর্ষায়।

কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসভরাজ বোমাই বলেছেন, কর্মীরা পানি নিষ্কাশনের জন্য দিনরাত কাজ করছে, যা খুব চ্যালেঞ্জিং। কারণ পানি সরানোর জন্য কোনো জায়গা নেই।  দুটি এলাকায় ৬৯টি হ্রদের পানি উপচে পড়ছে, যেখানে শহরে মোট হ্রদের সংখ্যা ১৬৪টি।

মঙ্গলবার প্লাবিত এলাকায় আটকে পড়া অন্তত ৪৫ জনকে উদ্ধার করেছে বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী এবং জাতীয় দুর্যোগ মোবাবেলা দল। এর আগে সোমবার একটি জলাবদ্ধ রাস্তায় বিদ্যুৎস্পৃষ্টে অন্তত একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শহরের রাস্তাগুলো পানির নিচে থাকায় সৃষ্টি হয়েছে চরম ট্রাফিক বিশৃঙ্খলা। সে জন্য অনেক সংস্থা তাদের কর্মীদের বাড়ি থেকে কাজ করতে বলেছে। এএনআইয়ের এক ভিডিওতে দেখা গেছে শহরের বাসিন্দারা বিল্ডিংয়ের নিচতলা এবং দোকানগুলো খালি করতে লড়াই করছে।

এদিকে শহরের একজন উদ্যোক্তাকে গণেশ জানিয়েছেন, বৃষ্টির আগেও এই এলাকার রাস্তা এবং পরিবহন অবকাঠামো খারাপ ছিল। তিনি বলেছেন, ‘আমি আশা করি এবারের বন্যা থেকে সবাই সতর্ক হবে। ’

দুর্বল পরিকল্পনাকে বন্যার জন্য দায়ী করেছেন পরিবেশবাদীরা। তাদের দাবি, শহরটি প্রসারিত হয়েছে এবং জলবায়ুর পরিবর্তন হয়েছে।

এ ছাড়া ভারতে ভবিষ্যতে আরো ভয়াবহ আবহাওয়া দেখা যেতে পারে বলে মন্তব্য করেছেন এনভায়রনমেন্ট সাপোর্ট গ্রুপের লিও সালদানহা।

বেঙ্গালুরুর পানি সরবরাহ সংস্থা সোমবার জানিয়েছে, ১০০ কিলোমিটার দূর থেকে পানি আনার একটি পাম্পিং স্টেশন প্লাবিত হওয়ায় শহরের ৫০টিরও বেশি এলাকায় দুই দিনের জন্য পানি সরবরাহ বন্ধ থাকবে।

সূত্র : রয়টার্স।

LEAVE A REPLY