এবার পরিকল্পিত লোডশেডিংয়ের পথে সুইডেন ও ফিনল্যান্ড

বিদ্যুৎ উৎপাদনের অপ্রতুলতা এবং মূল্যের ঊর্ধ্বগতির কারণে এই শীতে সুইডিশদের ওপর পরিকল্পিত (নিয়ন্ত্রিত) লোডশেডিংয়ের আঘাত নেমে আসতে পারে বলে সাবধান করে দিয়েছে দেশটির বিদ্যুৎ সরবরাহকারী কম্পানিগুলো।

বিদ্যুতের দাম আরো বেড়ে যাওয়ার আশঙ্কা প্রবল হয়ে দেখা দেওয়ায় দৃশ্যত অনেক সুইডিশ পরিবারের জন্য কঠিন সময় অপেক্ষা করছে। এই শীতে অনেক বিদ্যুৎ ব্যবহারকারীর সংযোগ বিচ্ছিন্ন হতে পর্যন্ত পারে বলে জানিয়েছে সুইডিশ সরকারি পাওয়ার গ্রিডের কর্মকর্তারা।  

‘আমার লক্ষ্য একটি উষ্ণ এবং আরামদায়ক শীতকাল নয়।

বরং ঘরের তাপমাত্রা কোনোভাবে শূন্য ডিগ্রির উপরে থাকলেই আমি খুশি’, বলেছেন স্থানীয় নিউক্লিয়ার পদার্থবিজ্ঞানের অধ্যাপক জ্যান ব্লমগ্রেন।

সুইডিশ বিদ্যুৎ বিভাগের অপারেশন ম্যানেজার এরিক এক বলেন, ‘সুইডেনে এ ধরনের ঘটনার পূর্ব অভিজ্ঞতা না থাকলেও প্রতিটি পরিবারের উচিত প্রতিদিন অন্তত কয়েক ঘণ্টা লোডশেডিংয়ের জন্য মানসিকভাবে প্রস্তুত থাকা। তবে এই ধরনের সংযোগ বিচ্ছিন্ন হওয়ার অর্থ হচ্ছে, লোকের ওপর অত্যন্ত গুরুতর চাপ প্রয়োগ করা। ’

সুইডেনের বিদ্যুৎ বিষয়ক আইনে বলা হয়েছে, বিদ্যুতের লোডশেডিংয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিদ্যুৎ ব্যবহারকারীদের অগ্রাধিকার দিতে হবে।

প্রতিবেশী ফিনল্যান্ডের বিদ্যুৎ গ্রিডের কর্মকর্তারাও ইতিমধ্যে সেদেশের নাগরিকদের সতর্ক করে দিয়ে বলেছেন, বিদ্যুতের ঘাটতির কারণে সবাইকে সম্ভাব্য লোডশেডিংয়ের জন্য মানসিকভাবে প্রস্তুত হওয়া উচিত।

বিশেষজ্ঞরা বলেছেন, ফিনল্যান্ডের পরিস্থিতি সুইডেনের চেয়ে বেশি খারাপ নয়। সুতরাং লোডশেডিংয়ের ব্যাপারে সুইডেনকে ফিনল্যান্ডের পথ অনুসরণ করতে হতেই পারে।  

যেসব বিদ্যুৎ-ব্যবহারকারী সামাজিকভাবে গুরুত্বপূর্ণ কোনো দায়িত্বে নেই, তাদের বিদ্যুৎ বেছে বেছে বন্ধ করা হতে পারে। তবে ঠিক কোন কোন ব্যবহারকারীর বিদ্যুৎ সংযোগ সাময়িক বন্ধ (লোডশেডিং) থাকবে, তা বলা সম্ভব নয়। কারণ নিরাপত্তা সুরক্ষা আইনের কারণে এটি গোপন থাকবে।

LEAVE A REPLY