গ্রেপ্তারের পর কানাডায় ছুরি হামলার দ্বিতীয় সন্দেহভাজনের মৃত্যু

পুলিশের সহকারী কমিশনার রোন্ডা ব্ল্যাকমোর। ছবি: বিবিসি

কানাডায় ছুরিকাঘাতে ১০ জনকে হত্যা করার ঘটনায় সন্দেহভাজন দ্বিতীয় ব্যক্তি পুলিশের হাতে  আটক হওয়ার পর মারা গেছে। পুলিশ কর্মকর্তারা একথা জানিয়েছেন।  

পুলিশ বলেছে, মাইলস স্যান্ডারসনকে (৩২) বুধবার বিকেলে সাসকাচোয়ান প্রদেশের এক মহাসড়কে দ্রুতগতিতে ধাওয়া করার পরে হেফাজতে নেওয়া হয়েছিল।

পুলিশের সহকারী কমিশনার রোন্ডা ব্ল্যাকমোর বুধবার রাতে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আজ সন্ধ্যায় আমাদের প্রদেশ সম্মিলিত স্বস্তির নিঃশ্বাস নিচ্ছে।

তিনি বলেন, ওই দিনই আগে স্যান্ডারসন একটি বাড়ির বাইরে থেকে গাড়ি চুরি করেছিল বলে পুলিশ অভিযোগ পেয়েছিল।  

মাইলস স্যান্ডারসন ঘণ্টায় দেড়শ কিমি বেগে গাড়ি চালিয়ে পালানোর চেষ্টা করার সময় পুলিশ তাকে তাড়া করে। পুলিশ জোর করে তার গাড়িটিকে একটি খাদে নেমে যেতে বাধ্য করে। স্যান্ডারসনকে গ্রেপ্তার করার সময় গাড়িতে একটি ছুরি পাওয়া যায়। তিনি নিজের শরীরে ছুরি দিয়ে আঘাত করেছিলেন বলে ধারণা করা হচ্ছে।

সহকারী কমিশনার রোন্ডা ব্ল্যাকমোর জানান, গ্রেপ্তার হওয়ার অল্প সময়ের মধ্যেই মাইলস স্যান্ডারসনের শারীরিক অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে। তাকে সাসকাটুনের একটি হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। সহকারি কমিশনার আর বিশদ কিছু না জানিয়ে বলেন, তার মৃত্যুর কারণ নির্ধারণের জন্য ময়নাতদন্ত করতে হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন পুলিশ কর্মকর্তা এর আগে স্থানীয় মিডিয়াকে বলেছিলেন, স্যান্ডারসন নিজের করা আঘাতে মারা গেছেন। আরেক হামলাকারী মাইলসেরই ভাই। তাকে হামলার পর এক পর্যায়ে মৃত অবস্থায় পাওয়া যায়।  

সূত্র: বিবিসি

LEAVE A REPLY