সবচেয়ে বেশি বয়সে ব্রিটিশ রাজা হচ্ছেন চার্লস

নতুন রাজা চার্লসের জন্য এ মুহূর্তটা পরস্পরবিরোধী আবেগে ভরা থাকবে। একদিকে তিনি মা হারানোয় কঠিন মর্মবেদনা অনুভব করবেন যেমনটা তার বিবৃতিতে উল্লেখ করেছেন ইতিমধ্যেই।

অন্যদিকে তিনি অবশেষে তার ভাগ্য নির্দিষ্ট স্থানটিও অর্জন করলেন। চার্লস ব্রিটিশ ইতিহাসে সবচেয়ে দীর্ঘদিন সিংহাসনে বসার অপেক্ষায় থাকা উত্তরাধিকারী।

ব্রিটিশ ইতিহাসে তিনিই হবেন সবচেয়ে বেশি বয়সে (৭৩) বয়সে রাজা হওয়া ব্যক্তি।

তৃতীয় চার্লস হিসেবে পরিচিত হতে যাওয়া নতুন রাজা জানবেন এটি এক বড় চ্যালেঞ্জ। এত বছর ধরে সফলভাবে দায়িত্ব পালন করে যাওয়া দ্বিতীয় এলিজাবেথের ভূমিকা পালন করা কোন সহজ কাজ হবে না।

চার্লস এই বিষয়ে কথা বলার জন্য দীর্ঘ সময় পেয়েছেন। কিন্তু এ নিয়ে কোনো কথা বলেননি। কারণ তা যথাযথ কাজ হবে না। চার্লস শুধু এ আভাসই দিয়েছেন যে, রাজার ভূমিকা যে এতদিনের প্রিন্স অব ওয়েলসের ভূমিকার চেয়ে অনেক আলাদা তা তিনি খুব ভালোভাবেই বোঝেন।

তৃতীয় চার্লস তার নিজস্ব ধরনে রাজত্ব করবেন। তবে অবশ্যই সাংবিধানিক রাজতন্ত্রের সীমাবদ্ধতার মধ্যে।

সূত্র: বিবিসি

LEAVE A REPLY