ব্রহ্মাস্ত্র’ সিনেমার পোস্টারে রণবীর কাপুর
একটি প্রেমের গল্প, রোমান্টিক গান, অসাধারন ভিএফএক্স, চমৎকার সিনেমাটোগ্রাফি আর হিন্দু পুরাণের গল্পের আদলে নির্মিত বহুল আলোচিত সিনেমা ‘ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান: শিব’ দুর্দান্ত সাড়া ফেলতে যাচ্ছে ভারতে। সিনেমাটিকে ‘দুর্দান্ত’ বলেই আখ্যায়িত করছেন সিনেমা বিশেষজ্ঞরা।
মুক্তির একদিন পূর্বে গতকাল (৮ সেপ্টেম্বর) মুম্বাইয়ে সিনেমাটির প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। প্রিমিয়ারের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে সিনেমাটির ‘পজিটিভ পর্যালোচনা’ বেশ আশাবাদী করে তুলেছে এর নির্মাতাদের।
বলিউডের দীর্ঘদিনের বক্স অফিস খড়া অবশেষে ঘুচতে যাচ্ছে। সমালোচকদের মতে, দর্শকদের হলে ফিরিয়ে আনতে যাচ্ছে রণবীর-আলিয়ার ব্রহ্মাস্ত্র।
অয়ন মুখার্জির ‘ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান: শিব’ এর চিত্রনাট্য প্রেম, আলো, জাদু, প্রাচীন রহস্যবাদ এবং ভালোবাসায় মোড়ানো একটি দারুণ প্যাকেজ হিসেবেই স্বীকৃতি পেতে যাচ্ছে। ভারতের নামিদামি সমালোচকরা ও টিভি চ্যানেলের প্রতিনিধিরা এটিকে কমপ্লিট একটি ‘প্যাকেজ’ হিসেবেই আখ্যা দিচ্ছেন।

ব্রহ্মাস্ত্র সিনেমার একটি দৃশ্যে রণবীর কাপুর
এছাড়ার সিনেমাটির সবচেয়ে বড় চমক বলিউড বাদশা শাহরুখ খান ও প্রবীণ অভিনেত্রী ডিম্পল কাপাডিয়া। উভয় শীর্ষ অভিনেতার এই সিনেমায় ক্যামিও রয়েছে এবং তাদের অভিনয় যথারীতি ঝড় তুলেছে। যদিও সিনেমার স্বার্থে এই দুই তারকার চরিত্রগুলোর বিষয়ে বিস্তারিত জানানো হয়নি, তবে সকলেই তাদের চরিত্রে প্রশংসা করেছে।
.jpg)
ব্রহ্মাস্ত্রের একটি দৃশ্যে শাহরুখ খান (সম্ভাব্য)
ব্রহ্মাস্ত্রের সঙ্গীত ও গানগুলোও সমালোচকরা পছন্দ করেছে, বিশেষ করে কেশরিয়া গানটি। সিনেমাটির ব্যাকগ্রাউন্ড মিউজিক ছিল অনবদ্য। সামগ্রিকভাবে, দুর্দান্ত সুরের সঙ্গে শিহরণ জাগানো চমৎকার একটি অভিজ্ঞতা হয়েছে বলে মতামত দিচ্ছেন সকলে।

ব্রহ্মাস্ত্র সিনেমার পোস্টারে মৌনি রায়
‘বানর আস্ত্র’ থেকে শুরু করে ‘নন্দী অস্ত্র’ পর্যন্ত অস্ত্রের ঝলকানি দর্শকদের মাতিয়ে দেবে, এমনটাই বলছেন সিনেমা বিশেষজ্ঞরা। সিনেমার প্লটটি যদিও খুব স্পষ্ট নয় কারণ এটি দর্শকদের কাছে খুব নতুন, কিন্তু পর্দায় এটি দেখতে দুর্দান্ত হয়েছে বলে জানা গেছে। গল্পটি মুলত দেবতাদের সবচেয়ে শক্তিশালী অস্ত্র ব্রহ্মাস্ত্র নিয়ে যা তিন দশক ধরে সুপ্ত রয়েছে। শেষবার যখন এটি জাগ্রত হয়েছিল, এটি বিশ্বজুড়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল এবং এটিকে বাঁচানোর দায়িত্ব এখন ভগবান শিবের। ব্রহ্মাস্ত্রকে তিন টুকরোতে বিভক্ত করা হয়েছিল এবং এর প্রধান নেতাদের দ্বারা রক্ষা করা হয়েছিল। শিবের দায়িত্ব হল নেতাদের রক্ষা করা কারণ তিনি নিজেই একজন অস্ত্র ‘অগ্নি অস্ত্র’।
সূত্র : জি নিউজদ