‘কোহলি ওপেন করলে আমি কি বসে যাব?’- চটে গেলেন রাহুল!

আড়াই বছরের বেশি সময় পর বিরাট কোহলি সেঞ্চুরি করায় কি খুশি নন লোকেশ রাহুল? সাংবাদিক সম্মেলনে ভারতের সহ-অধিনায়কের আচরণ দেখে তেমনটা মনে হতেই পারে। আফগানিস্তানের বিপক্ষে গতকাল বৃহস্পতিবার এশিয়া কাপের ম্যাচে ওপেন করতে নেমে সেঞ্চুরি করেন কোহলি। এই মুহূর্তে ভারতের টি-টোয়েন্টি দলে রোহিত শর্মার সঙ্গে রাহুলই ওপেন করছেন। কিন্তু কোহলি সেঞ্চুরি করায় আসন্ন বিশ্বকাপে তাকে ওপেনিংয়ে পাঠানোর দাবি উঠেছে।

বিষয়টি নিয়ে রাহুলকে প্রশ্ন করা হলে তিনি চটে যান।

আইপিএলেও ওপেন করতে নেমে সেঞ্চুরি রয়েছে কোহলির। সেই কথা মনে করিয়ে এক সাংবাদিক রাহুলকে প্রশ্ন করেছিলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপেও কি কোহলির ওপেন করা উচিত? সহ-অধিনায়ক হিসাবে আপনি কি দলের সঙ্গে কথা বলবেন?’ প্রশ্ন শুনে রাহুল বলেন, ‘তাহলে কি আমি নিজেই বসে যাব? বাহ্! কোহলি রান করছে সেটা বাড়তি পাওয়া। আমি জানি কোহলি খুব খুশি নিজের ব্যাটিং নিয়ে। যেভাবে পরিশ্রম করছিল সেটার ফল পেয়েছে। বিশ্বকাপের আগে তার রানে ফেরা স্বস্তিদায়ক। এমন ২-৩টি ইনিংস খেললে আত্মবিশ্বাস বাড়ে। বিশ্বকাপের আগে সে নিজের সেরা ছন্দে থাকবে। ‘

গতকাল বৃহস্পতিবার রাহুল নিজেও ওপেন করতে নেমে ৪১ বলে ৬২ রান করেন। অস্ট্রেলিয়ার মাটিতে কোহলি তিন নম্বরে খেলবেন বলেই জানিয়েছেন রাহুল। তিনি বলেন, ‘কোহলিকে আপনি চেনেন। এত বছর ধরে সবাই তাকে দেখছে। এমন নয় যে, সে শুধু ওপেন করতে নেমেই সেঞ্চুরি করবে। তিন নম্বরে ব্যাট করতে নেমেও সে ৬-৭টা সেঞ্চুরি করতে পারে। ওপেন করতে নেমে সে নিজের কাজটা দারুণ ভাবে করেছে। পরের সিরিজে কোহলির কাজটা আলাদা হবে। সেখানেও কোহলি নিজের সেরাটাই দেবে। এটা নিয়ে কোনো প্রশ্নই নেই। ‘

LEAVE A REPLY