সেই মন্তব্যের পর এরদোগানের সঙ্গে আগামী সপ্তাহে পুতিনের বৈঠক

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান আগামী সপ্তাহে উজবেকিস্তানের সামারকান্দে বৈঠক করতে যাচ্ছেন।

দুই দিন আগে পুতিন বলেন, তুরস্ক-জাতিসংঘের মধ্যস্থ্যতায় হওয়া শস্য চুক্তির মাধ্যমে ইউক্রেন থেকে বের হওয়া শস্য গরীব দেশের বদলে ইউরোপের ধনী দেশগুলোতে যাচ্ছে। তিনি এটিকে উন্নয়নশীল দেশগুলোর সঙ্গে ‘প্রতারণা’ হিসেবে অভিহিত করেন।

এরপর পুতিন জানান, তিনি তুরস্কের প্রেসিডেন্টর সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলবেন। এরপরই জানা গেল আগামী সপ্তাহেই এরদোগানের সঙ্গে বৈঠকে বসছেন রুশ প্রেসিডেন্ট। 

রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, শস্য চুক্তি নিয়ে এরদোগানের সঙ্গে কথা বলবেন প্রেসিডেন্ট পুতিন। 

এ ব্যাপারে রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেন, শস্য চুক্তির আলোচনা প্রয়োজনীয় এবং প্রেসিডেন্ট পুতিন ও প্রেসিডেন্ট এরদোগানের মধ্যে বৈঠক ইতিমধ্যেই ঠিক করা হয়েছে। আমরা উজবেকিস্তানে এ বৈঠক করব।

তিনি আরও বলেন, আমরা দেখছি শস্য চুক্তি কার্যকর হচ্ছে। কিন্তু আমরা দেখছি এ চুক্তি কার্যকরের মাধ্যমে গরীব দেশগুলো উপকৃত হচ্ছে না। জাতিসংঘের তথ্য অনুযায়ী  শুধুমাত্র দুটি কার্গো গরীব দেশে গেছে। 

এদিকে আগামী ১৫-১৬ সেপ্টেম্বর উজবেকিস্তানের সামারকান্দে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশেন বার্ষিক বৈঠক হবে। 

সূত্র: সিএনএন

LEAVE A REPLY