টঙ্গীতে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেফতার

গাজীপুরের টঙ্গীতে কিশোর গ্যাংয়ের ৬ জনকে গ্রেফতার করেছে র‌্যাব ১। শুক্রবার গভীর রাতে ডাকাতির প্রস্তুতিকালে টঙ্গীর পূর্ব আরিচপুর এলাকা থেকে ওই ছয়জনকে গ্রেফতার করা হয়। শনিবার সন্ধ্যায় র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন- আবু তালহা (১৯), মো. নয়ন সিকদার (১৯), আব্দুর রহিম (১৮), কাজী নজরুল ইসলাম (১৮), আরিফুল ইসলাম(১৮), সায়েম (১৮)। তারা টঙ্গীর বিভিন্ন এলাকায় বাস করেন।

র‌্যাব জানায়, শুক্রবার রাতে টঙ্গীর পূর্ব আরিচপুর এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবর পায় র‌্যাব। পরে ওই এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাংটির প্রধান আবু তালহাসহ ৬ জনকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছে থাকা দুইটি রামদা, তিনটি চাকু, একটি লোহার রড ও চারটি মোবাইল ফোন জব্দ করা হয়। পরে তাদের র‌্যাব কার‌্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে টঙ্গী পূর্ব থানায় তাদের হস্তান্তর করা হয়।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আশরাফুল ইসলাম ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, র‌্যাবের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে থানায় হস্তান্তর করে।

LEAVE A REPLY