সুশান্ত সিং রাজপুত ও বোন মিতু সিং
সুশান্ত সিং রাজপুতকে বলা হতো বলিউডের উঠতি নায়কদের মধ্যে সবচেয়ে মেধাবি একজন। মৃত্যুর পূর্বে তাঁর অভিনয় দক্ষতা দিয়ে অল্প সময়েই জয় করে নিয়েছিলেন কোটি ভক্তের হৃদয়। তাই মৃত্যুর দুই বছর কেটে গেছে, তবে তাঁর ভক্তরা আজো তাকে ভোলেনি। ভোলেনি তাঁর পরিবার।
সুশান্তের মৃত্যু নিয়ে শুরু থেকেই রহস্য ছিল। তাঁর ভক্ত অনুরাগীরা সুশান্তকে নেপোটিজমের শিকার বলে দাবি করে এসেছেন সবসময়। সুবিচারের আশায় বার বার দায়ী করে এসেছেন বলিউডকেও। সুশান্তের দিদি মিতু সিংও একই দাবি করেন।
বলিউডের উঠতি নায়কদের মধ্যে অন্যতম ছিলেন সুশান্ত
গতকাল শনিবার (১০ সেপ্টেম্বর) সুশান্তের দিদি মিতু সিং তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে লিখেছেন, বলিউডকে ধ্বংস করার জন্য সুশান্তের ব্রহ্মাস্ত্রই যথেষ্ট। বলিউড সর্বদা সাধারণ মানুষের উপর রাজত্ব করতে চেয়েছে, কিন্তু পরস্পরকে শ্রদ্ধা জানাতে তাঁরা কখনো চেষ্টা করেনি।
.jpeg)
আত্মহত্যার পর উদ্ধার করা সুশান্ত সিং রাজপুতের মরদেহ
তিনি আরো লিখেছেন, এই দেশ সব সময় সভ্য ব্যবহার, সংস্কৃতি নিয়ে সতর্ক থেকেছে। সেখানে বলিউডের এমন অসৎ মানুষরা কিভাবে দেশের উজ্জ্বল মুখ হয়ে উঠতে পারে? দিনের শেষে সত্যেরই জয় হয়। শুধুমাত্র ক্ষমা চেয়ে কখনই মানুষের ভালোবাসা পাওয়া যায় না। মানুষ ভালবাসে গুণ ও নৈতিক মূল্যবোধ দেখে।

পরিবারের সঙ্গে প্রয়াত নায়ক সুশান্ত সিং
মিতু সিং সুশান্তের ছবি শেয়ার করার সঙ্গে সঙ্গেই সুশান্ত ভক্তরা ‘বয়কট বলিউড’, ‘বয়কট ব্রহ্মাস্ত্র’, ‘জাস্টিস ফর সুশান্ত সিং’ হ্যাশট্যাগে ভরিয়ে ফেলেছেন কমেন্ট বক্স। একের পর এক মন্তব্যের মাধ্যমে সমর্থন জানাচ্ছেন তাকে।
সূত্র : নিউজ