পলক তিওয়ারি ও শ্বেতা তিওয়ারি
‘বিজলী বিজলী’ খ্যাত পলক তিওয়ারি একটি জুয়েলারি ব্র্যান্ডের জন্য নতুন ফটোশুটের সময় প্রথমবারের মতো শাড়িতে সামনে এসেছেন। নতুন এই অবতারে তাঁর ভক্তরা তাকে ‘সুন্দর’ বলে প্রশংসা করছেন এবং তাঁর মা অভিনেত্রী শ্বেতা তিওয়ারিও ইনস্টাগ্রামে মেয়ের প্রশংসা করেছেন।

নতুন ফটোশুটে পলক তিওয়ারি
গতকাল শনিবার (১০ সেপ্টেম্বর) ইনস্টাগ্রামে নিজের নতুন ফটোশুটের একটি ভিডিও শেয়ার করেছেন পলক। ভিডিওতে ঐতিহ্যবাহী সোনা এবং হীরার গহনাসহ একটি গোলাপী এবং স্বর্ন সিল্ক শাড়িতে তাকে দেখা যাচ্ছে তাকে।
ক্যামেরার জন্য পোজ দেওয়ার সময় সে হাসছে এবং তার বিনুনি নিয়ে খেলছে। ভিডিওতে তিনি তাঁর চুড়ি, আংটি এবং নেকলেসও দেখান।

মেয়ের প্রশংসা করে শ্বেতার পোস্ট
ভিডিওটিতে প্রতিক্রিয়া জানিয়ে শ্বেতা তিওয়ারি লিখেছেন, ‘হে ঈশ্বর! আমার বেবি কত সুন্দর’। একজন ভক্ত প্রতিক্রিয়া জানিয়ে লিখেছেন, ‘নিষ্ক্রিয় শিশু’। অপর একজন লিখেছেন, ‘তুমি দেখতে খুব সুন্দর’। তাঁর অনেক ভক্ত মন্তব্য বিভাগে তাকে ‘আকর্ষনীয়’ বলেও আখ্যায়িত করেছেন।
সালমানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছাড়াও ‘রোজি’ নামে একটি সিনেমা আসছে পলকের। হাতে রয়েছে আরো বেশ কয়েকটি কাজ। তাঁর মা শ্বেতা তিওয়ারিও বলিউডের জনপ্রিয় মুখ।
সূত্র : হিন্দুস্তান টাইমস