প্রয়াত ছাত্রনেতা আনিস খান
অজ্ঞাত পরিচয় দুষ্কৃতকারীদের হামলার শিকার হয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের প্রয়াত ছাত্রনেতা আনিস খানের ভাই সালমান খান। আনিসের বড় ভাই সাব্বির খান বলেছেন, শুক্রবার রাত ১টা নাগাদ ধারাল অস্ত্র নিয়ে সালমানের ওপর চড়াও হয় দুর্বৃত্তরা। একাধিক কোপ মারা হয় তাঁকে।
আনিসের চাচাতো ভাই সালমান।
আনিস হত্যাকাণ্ডের অন্যতম সাক্ষী তিনি। সূত্রের খবর, আনিসের মামলা নিয়ে সব সময়ই সক্রিয় থাকতেন সালমান। আনিসের বড় ভাই সাব্বির বলছেন, সালমানকে প্রাণে মেরে ফেলার উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়।
সাব্বিরের বক্তব্য, শুক্রবার রাতে সালমানের বাড়িতে ঢুকে একদল দুষ্কৃতকারী ধারাল অস্ত্র (টাঙি) দিয়ে আক্রমণ করে। তাকে মাথার পেছনের দিকে একাধিক কোপ মারা হয়। রক্তাক্ত অবস্থায় পড়ে যান সালমা। পরে তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং অবস্থার অবনতি হলে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হয়।
সাব্বির বলেছেন, যারা সালমানের ওপর হামলা চালিয়েছে তাদের সবাইকেই চেনা গেছে। পুলিশের কাছে অভিযোগ করার সময় তাদেরপরিচয় দেওয়া হবে বলেও তিনি জানান।
হুমকি দেওয়া হয়েছিল সালমানকে।
এদিকে, সালমানের স্ত্রী বলেছেন, আগেই হুমকির মুখে পড়তে হয়েছিল তার স্বামীকে। স্ত্রীর দাবি, এ নিয়ে পুলিশের কাছে অভিযোগ জানালেও কোনো সহযোগিতা করা হয়নি। তিনি বলেন, আনিসের মৃত্যুর পর থেকেই সালমানকে হুমকি দেওয়া শুরু হয়েছিল। তিনি বলেন, ‘আনিসকে মেরে ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছে। এর পর যাকে মারা হবে তাকে আর খুঁজেও পাওয়া যাবে না’- রাস্তাঘাটে দেখা হলে এমন হুমকি দেওয়া হতো।
গত ১৮ ফেব্রুয়ারি হাওড়ায় পুলিশের অভিযানের সময় বাড়ির ছাদ থেকে পড়ে রহস্যজনক মৃত্যু হয় রাজনীতিতে সক্রিয় আনিসের। তার মৃত্যু দুর্ঘটনা না কি খুন, তা নিয়ে প্রশ্ন উঠেছিল। আঙুল ওঠে পুলিশের দিকেও। রাজ্য সরকারের পক্ষ থেকে বিশেষ দল গঠন করে তদন্ত শুরু করা হলেও কেন্দ্রীয় তদন্তের দাবি জানিয়েছিল তাঁর পরিবার। সেই নিয়ে জট কাটতে না কাটতেই এবার আক্রান্ত হলেন ভাই সালমান।
সূত্র: আনন্দবাজার পত্রিকা