রাজার অভিষেক পরিষদের সভায় কী ঘটে?

৭০ বছর আগে রানি দ্বিতীয় এলিজাবেথের অভিষেক সভা। ছবি: বিবিসি/গেটি

যুক্তরাজ্যের অভিষেক পরিষদের সভায় প্রথা অনুযায়ী প্রিভি কাউন্সিলের সব সদস্য অংশগ্রহণ করেন। প্রিভি কাউন্সিল হচ্ছে ব্রিটিশ রাজা বা রানির উপদেষ্টাদের একটি পরিষদ, যা নর্ম্যান রাজাদের সময়কালে চালু হয়।  

মূলত অতীত ও বর্তমান রাজনীতিকদের নিয়ে গঠিত প্রিভি কাউন্সিল। এর সদস্যসংখ্যা ৭০০ জন হলেও মাত্র শ দুয়েককে রাজা ঘোষণার সভায় তলব করা হবে।

প্রথমে রাজা ছাড়া সবাই সেন্ট জেমস প্যালেসে সমবেত হবেন। প্রিভি কাউন্সিলের লর্ড প্রেসিডেন্ট ক্ষমতাসীন কনজারভেটিভ দলের এমপি পেনি মর্ডান্ট আনুষ্ঠানিকভাবে রানির মৃত্যু ঘোষণা করবেন।

কাউন্সিলের ক্লার্ক জোরে অভিষেক ঘোষণা পড়ে শোনাবেন। এর মধ্যে থাকবে রাজা হিসেবে চার্লসের বেছে নেওয়া উপাধি। আমরা জেনেছি এটি চার্লস তৃতীয়।

কুইন কনসর্ট (রাজার স্ত্রী), প্রিন্স অব ওয়েলস, ক্যান্টারবারির আর্চবিশপ, লর্ড চ্যান্সেলর, ইয়র্কের আর্চবিশপ এবং প্রধানমন্ত্রীসহ কয়েকজন এই ঘোষণায় স্বাক্ষর করবেন।

লর্ড প্রেসিডেন্ট নীরবতার আহ্বান জানিয়ে অবশিষ্ট কাজগুলোর কথা উল্লেখ করবেন। এর মধ্যে থাকবে প্রকাশ্য ঘোষণা এবং হাইড পার্ক ও টাওয়ার অব লন্ডনে তোপধ্বনি করা।

সভার দ্বিতীয় অংশে রাজা নিজে প্রবেশ করবেন। এতে শুধু প্রিভি কাউন্সিলরা উপস্থিত থাকবেন। নতুন রাজা এ সময় নিজে রানির মৃত্যু সম্পর্কে ঘোষণা করবেন।

রাজা চার্চ অব স্কটল্যান্ড এর সংরক্ষণের জন্যও শপথ নেবেন এবং এটি রেকর্ড করার জন্য দুটি নথিতে স্বাক্ষর করবেন। অন্যদের মধ্যে কুইন কনসর্ট এবং প্রিন্স অব ওয়েলস তাঁর এ স্বাক্ষর প্রত্যক্ষ করবেন। এরপর প্রিভি কাউন্সিলররা ঘোষণাপত্রে স্বাক্ষর করে চলে যাবেন।

সূত্র : বিবিসি

LEAVE A REPLY