মেসির এই পাসই আমাদের তিন পয়েন্ট দিয়েছে : হাকিমি

লিগ ওয়ানর ম্যাচে জয় পেয়েছে পিএসজি। শনিবার রাতে ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে ব্রেস্টকে ১-০ গোলে হারিয়েছে ফরাসি জায়ন্টারা। এই জয়ের ফলে লিগ ওয়ানের পয়েন্ট তালিকায় শীর্ষে উঠেছে তারা।

ম্যাচের ৩০তম মিনিটে লিওনেল মেসির বানিয়ে দেওয়া বলে আড়াআড়ি শটে ম্যাচের একমাত্র গোলটি করেন নেইমার জুনিয়র।

মেসি ও কিলিয়ান এমবাপ্পে গোলের সহজ সুযোগ নষ্ট না করলে ব্যবধান আরো বাড়াতে পারতো পিএসজি। ৭০তম মিনিটের পেনাল্টি পায় ব্রেস্ট। কিন্তু স্লিমানির নেওয়া এই পেনাল্টি শট রুখে দেন পিএসজি গোলরক্ষক দোনারুমা।

ম্যাচ শেষে মেসির দুর্দান্ত পাসের প্রশংসা করেছেন পিএসজির আশরাফ হাকিমি। মরোক্কোর এই তারকা বলেন, ‘যখন লিওর কাছে আমি বল চাইলাম, তিনি আমাকে দেননি। তিনি অন্য আরেকজনকে পেয়েছেন যাকে পাস দিতে পারেন। এটা কোনো সমস্যা নয়। এভাবেই সে আজ নেইমারকে পাস দিয়েছিল। এবং আমরা তিন পয়েন্ট পেলাম। ’

LEAVE A REPLY