পশ্চিম তীরে ইসরাইলি ড্রোন বিধ্বস্তের দাবি ফিলিস্তিনের

ইসরাইলের সেনাবাহিনীর একটি ড্রোন বিধ্বস্ত হয়েছে ফিলিস্তিনের পশ্চিম তীরে। ড্রোন বিধ্বস্তের দাবি করেছে ফিলিস্তিনি।

রোববার পশ্চিম তীরের কালকিলা এলাকার আকাশে ওড়ার সময় ড্রোনটি বিধ্বস্ত হয়েছে। খবর প্রেসটিভির।

ইসরাইল ড্রোন বিধ্বস্ত হওয়ার খবরের সত্যতা স্বীকার করে বলেছে, কারিগরি ত্রুটির কারণে এ ঘটনা ঘটেছে। তবে কোনো পক্ষ থেকেই ড্রোনটির মডেল সম্পর্কে তথ্য দেওয়া হয়নি। সম্প্রতি ইসরাইলি গণমাধ্যম জানিয়েছে, পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় প্রতিরোধ সংগ্রাম জোরদার হওয়ায় তা নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে দখলদার ইসরাইল। এ অবস্থায় পশ্চিম তীরে ড্রোনের সাহায্যে পর্যবেক্ষণ তৎপরতা জোরদার করা হয়েছে।

এর আগে, ইহুদিবাদী নেতারা পশ্চিম তীর নিয়ে খুব একটা উদ্বেগে থাকত না, তারা গাজা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছে। কিন্তু জর্ডান নদীর পশ্চিম তীরে প্রতিরোধ আন্দোলন জোরদার হওয়ায় এখন ঐ অঞ্চলটিও তাদের বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।

LEAVE A REPLY