আলাদা জেলার দাবি পূরণ, ২১ বছর পর দাড়ি কাটলেন ভারতের বৃদ্ধ

আলাদা জেলার দাবিপূরণ হওয়ায় ২১ বছর পর দাড়ি কাটলেন ছত্তিশগড়ের রমাশঙ্কর গুপ্ত। ভিডিও থেকে নেওয়া ছবি।

আলাদা জেলার দাবিতে ২১ বছর দাড়ি কাটেননি ভারতের ছত্তিশগড়ের এক বৃদ্ধ। অবশেষে তার দাবি পূরণ হওয়ায় দাড়ি কেটেছেন তিনি। তার দাড়ি কাটার ছবি ইতিমধ্যে ইন্টারনেটে ভাইরাল হয়েছে।

জানা গেছে, সেই বৃদ্ধের নাম রমাশঙ্কর গুপ্ত।

তিনি ছত্তিশগড়ের মহেন্দ্রগড় অঞ্চলের একজন সমাজকর্মী। তথ্য জানার অধিকার নিয়ে কাজ করেন রমাশঙ্কর। দীর্ঘদিন ধরে তিনি রাজ্যের মহেন্দ্রগড়, চিরমিরি এবং ভরতপুর অঞ্চল নিয়ে আলাদা জেলা গড়ার দাবি জানিয়ে আসছিলেন। ছত্তিশগড় সরকার গত বছর আগস্ট মাসে অঞ্চল তিনটি নিয়ে আলাদা জেলা গড়ার কথা ঘোষণা করে। অবশেষে গত শুক্রবার রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেশ বঘেল মহেন্দ্রগড়-চিরমিরি-ভরতপুরকে ছত্তিশগড়ের ৩২তম জেলা হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেন। আর তার পরই দাড়ি কাটার সিদ্ধান্ত নেন রমাশঙ্কর।

রমাশঙ্কর বলেছেন, ‘দীর্ঘ ৪০ বছরের লড়াই অবশেষে সফল হলো। যারা আলাদা জেলা গড়ার দাবিতে আন্দোলন শুরু করেছিলেন, তাদের অধিকাংশই মারা গেছেন। তাদের আত্মা শান্তি পেল। ’

এ ছাড়া নতুন জেলাকে শুধু ছত্তিশগড়ের নয়, সারা দেশের জন্য আদর্শ জেলা হিসেবে গড়ে তুলতে মুখ্যমন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন তিনি। নতুন জেলার প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তোলার জন্য ইতিমধ্যে ২০০ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্যের কংগ্রেস সরকার।

সূত্র : আনন্দবাজার।

LEAVE A REPLY