তেজগাঁওয়ে স্কুলছাত্রের মৃত্যু : মাইক্রোবাস জব্দ, চালক গ্রেপ্তার

রাজধানীর তেজগাঁওয়ের বিজি প্রেসের সামনে দ্রুতগামী মাইক্রোবাসের ধাক্কায় স্কুলছাত্র আলী হোসেন নিহতের ঘটনায় চালক জিয়াউল হককে (৫০) গ্রেপ্তার করেছে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ।

আজ সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন ডিএমপির তেজগাঁও বিভাগের উপ পুলিশ কমিশনার (ডিসি) এইচ এম আজিমুল হক।

তিনি বলেন, চালক জিয়াউল হককে আশুলিয়ার বিশ মাইল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় ঘাতক মাইক্রোবাসটি জব্দ করা হয়।

এর আগে গতকাল রবিবার (১১ সেপ্টেম্বর) সকাল তেজগাঁও বিজি প্রেস এলাকায় কোনো একটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয় আলী। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সে তেজগাঁওয়ের গভর্নমেন্ট সায়েন্স হাই স্কুলের ১০ম শ্রেণির শিক্ষার্থী ছিল।

আলী হোসেনের মৃত্যুর প্রতিবাদে তার সহপাঠীরা আজ সোমবার ফার্মগেইট এলাকার সড়ক অবরোধ করে। ফলে গুরুত্বপূর্ণ ওই মোড়ের একপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় তাদের হাতে ‘জাস্টিস ফর অল’, ‘নিরাপদ সড়ক চাই’ ইত্যাদি স্লোগান লেখা প্ল্যাকার্ড দেখা যায়।

LEAVE A REPLY