‘আশিকি ৩’ : কার্তিকের বিপরীতে নারী চরিত্রে গুলশান দেভাইয়া

গুলশান দেভাইয়া ও কার্তিক আরিয়ান

বলিউড অভিনেতা গুলশান দেভাইয়া বর্তমানে লাইমলাইটে রয়েছেন। সম্প্রতি বেশ কিছু ওয়েব সিরিজে নিজের অভিনয়শৈলী প্রদর্শনের মাধ্যমে নির্মাতাদের কাছে চাহিদাসম্পন্ন একজন অভিনেতা তিনি। সেই সঙ্গে দর্শক এব‌ং সমালোচকদের প্রশংসাও আদায় করছেন। তবে এবার এক ভিন্নধর্মী চরিত্রের প্রস্তাব পেলেন এই মেধাবী অভিনেতা।

শীঘ্রই মুক্তি পেতে চলেছে ‘আশিকি’ সিনেমার সিক্যুয়েল ‘আশিকি ৩’। সিনেমাটি পরিচালনার দায়িত্বে আছেন অনুরাগ বসু। এই সিনেমায় অভিনেতা কার্তিক আরিয়ান মুখ্য চরিত্রে অভিনয় করতে চলেছেন। তবে নির্মাতাদের পক্ষ থেকে নাকি গুলশানকে একটি গুরুত্বপূর্ণ নারী চরিত্রে আরিয়ানের বিপরীতে অভিনয় করার প্রস্তাব দেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে একটি সংবাদমাধ্যমের পক্ষ থেকে গুলশানকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘প্রস্তাবটি এখনো রয়েছে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রস্তাব। এটা সত্যিই দারুণ। আমরা দুই ভাই মিলে ফাটিয়ে দেব। ’ 

kalerkantho

অভিনেতা গুলশান দেভাইয়া

দর্শকরা এমন চরিত্রে তাঁদের দেখে অভ্যস্ত নন, তাই সকলে চমকে যাবেন বলেও দাবি করেছেন তিনি।   তিনি আরো বলেন, ‘আমি সমকামী পুরুষের চরিত্রে অভিনয় করতে স্বাচ্ছন্দ্যবোধ করব। কিন্তু এখানে আমাকে একটা নারী চরিত্রে অভিনয় করার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। ’ একজন বিষমকামী পুরুষ হিসেবে এমন একটি চরিত্রে অভিনয় করা যথেষ্ট কঠিন বলেও দাবি করেছেন তিনি।

kalerkantho

গুলশান দেভাইয়া

সম্প্রতি মুক্তি পেয়েছে গুলশান দেভাইয়ার ওয়েব সিরিজ ‘দুরাঙ্গা’। মুক্তি পাওয়ার অপেক্ষায় রয়েছে থ্রিলারধর্মী ‘শিক্ষা মণ্ডল’। হাতে রয়েছে আরো বেশ কয়েকটি কাজ।  

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

LEAVE A REPLY