মুক্তি পাচ্ছেন ধর্মীয় স্কুল নিয়ে কৌতুক করা তুর্কি পপ তারকা

তুরস্কের আয়দিনে একটি কনসার্টে তুর্কি পপ তারকা গুলসেন। (ছবি : রয়টার্স)

তুরস্কের একটি আদালত পপ তারকা গুলসেন কোলাকোগলুকে গৃহবন্দিত্ব থেকে মুক্তি দেওয়ার রায় দিয়েছেন বলে সোমবার তার আইনজীবী জানিয়েছেন। তুরস্কের ধর্মীয় বিদ্যালয় নিয়ে কৌতুক করার অভিযোগে গত মাসে কারাগারে পাঠানোর কিছুদিন পর তাকে গৃহবন্দি করা হয়।

গুলসেনের গ্রেপ্তার ক্ষোভের জন্ম দিয়েছিল। সমালোচকরা দাবি করেছিল, সমকামী অধিকার এবং উদারপন্থী মতামত সমর্থনের জন্য গুলসেনকে লক্ষ্যবস্তু করা হয়েছিল।

কারণ এটি তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের ইসলামপন্থী দলের বিরুদ্ধে যায়।

গুলসেনের আইনজীবী এমেক এমরে বলেছেন, আদালত সোমবার গৃহবন্দিত্বের বিরুদ্ধে একটি চ্যালেঞ্জ গ্রহণ করেছেন। কিন্তু তার বিদেশ ভ্রমণে এখনো নিষেধাজ্ঞা রয়েছে।

এপ্রিলে গুলসেনের কনসার্ট থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত একটি ভিডিও প্রকাশের পরই এই অভিযোগ ওঠে। ভিডিওতে তিনি একজন সংগীতশিল্পীকে নিয়ে রসিকতা করেছিলেন। যেখানে দেশটির ধর্মীয় স্কুলগুলো নিয়ে কৌতুক করার অভিযোগ করা হয়।

সমালোচকরা বলছেন, তুরস্কের আদালত এরদোয়ানের দল এবং তাদের মিত্রদের কাছ থেকে নির্দেশনা পায়। কিন্তু সরকারের দাবি, আদালত স্বাধীন। এরদোয়ানের দল প্রায় দুই দশক আগে প্রথম ক্ষমতায় এসেছিল। তিনি নিজে দেশের প্রথম ইমাম হাতিপ স্কুলগুলোর একটিতে পড়াশোনা করেছেন। যুবকদের ইমাম এবং ধর্ম প্রচারক হতে শিক্ষিত করার জন্য সরকার ধর্মীয় স্কুলগুলো প্রতিষ্ঠা করেছিল।

সূত্র : রয়টার্স।

LEAVE A REPLY