‘কবির সিং’কে পারিবারিক সিনেমা বলে সমালোচনার মুখে শহিদ

শহিদ কাপুরের কবির সিং সিনেমার দৃশ্য

বলিউডের জনপ্রিয় অভিনেতা শহিদ কাপুরের প্রতি মুগ্ধ অনেকেই। লক্ষ কোটি ভক্ত এই অভিনেতার। তবে সম্প্রতি নিজের একটি মন্তব্যের কারণে বেশ সমালোচিত হচ্ছেন শহিদ কাপুর। নিজের অভিনীত সিনেমা ‘কবির সিং’কে জনসমক্ষে ‘পারিবারিক সিনেমা’ বলে বেশ সমালোচনার মুখে পড়েছেন এই অভিনেতা।

নেটিজেনদের ট্রলের মুখে পড়ে বিপাকে রয়েছেন তিনি।

kalerkantho

কবির সিং সিনেমার একটি দৃশ্য

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা নিজের সর্বশেষ সিনেমা জার্সি  ও কবির সিং এর তুলনা করে কথা বলেছেন শহিদ।  তিনি বলেছেন, কবির সিং প্রাপ্তবয়স্কদের জন্য তৈরি একটি সিনেমা। যদিও এই সিনেমার মধ্যে ক্ষিপ্রতা রয়েছে তবুও মানুষের সেটা ভালো লেগেছে। অভিনেতার কথায়, এমন প্রচুর মানুষ রয়েছেন যারা এই সিনেমাটি তাদের পরিবারের সঙ্গে দেখেছেন এবং পছন্দ করেছেন। তবে সিনেমাটি বক্স অফিসে হিট করলেও ছবিতে ব্যবহৃত অ্যালকোহল, গালিগালাজ, বিষয়বস্তু থেকে শুরু করে অশ্লীল ভাষা সবকিছু  নিয়েই অনেক প্রশ্ন উঠেছিল। যদিও সিনেমাটি দক্ষিণের বিজয় দেবরাকোন্ডা অভিনীত ‘অর্জুন রেড্ডি’র হিন্দি রিমেক।

kalerkantho

কবির সিং সিনেমার একটি দৃশ্য

শেষবার শহিদকে দেখা গিয়েছিল ‘জার্সি’ সিনেমায়। এই সিনেমাটিও দক্ষিণী সিনেমার হিন্দি রিমেক। একজন ব্যর্থ ক্রিকেটারের জীবন থেকে উঠে আসা এই সিনেমাটি একটি পারিবারিক সিনেমা হওয়া সত্বেও মুখ থুবড়ে পড়েছে বক্স অফিসে।

kalerkantho

কবির সিং সিনেমার একটি দৃশ্য

এ প্রসঙ্গে এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে অভিনেতা বলেছেন, সিনেমাটি মুক্তি পাওয়ার জন্য তারা দুই বছর অপেক্ষা করেছিলেন। কারণ তাদের মনে হয়েছিল করোনা পরবর্তী সময়ে মানুষ বিনোদনের তুলনায় তাদের স্বাস্থ্য নিয়ে অনেক বেশি চিন্তিত। তবে সামনেই রয়েছে শহিদের নতুন কাজ। খুব শীঘ্রই রাজ এবং ডিকের পরিচালনায় ‘ফারজি’ নামে একটি নতুন ওয়েব সিরিজের হাত ধরে ওটিটি প্লাটফর্মে অভিষেক হতে চলেছে তাঁর।

সূত্র : হিন্দুস্তান টাইম


LEAVE A REPLY