রানির আনুষ্ঠানিক তোলা শেষ দিনের ছবি

রানির ছবি তোলা ছিল সম্মানের এবং একটি বিশেষ অধিকারের বলে মন্তব্য করেছেন জনসাধারণের জন্য রানি দ্বিতীয় এলিজাবেথের সর্বশেষ ছবি তোলার কারিগর।

পিএ মিডিয়া ফটোগ্রাফার জঁ বার্লো রানির মৃত্যুর দুই দিন আগে মঙ্গলবার নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাসের সঙ্গে রানির সাক্ষাতের সময় ছবি তুলেছিলেন।

জঁ বার্লো বেশ কিছু অনুষ্ঠানে রানির ছবি তুলেছেন। তিনি বলেছেন, লিজ ট্রাস আসার আগমুহূর্ত পর্যন্ত কথা বলার সময় বেশ হাসিখুশি ছিলেন রানি।

রানি ওই সময় আবহাওয়া এবং পরিবেশ কতটা অন্ধকার রয়েছে তা নিয়ে কথা বলেছিলেন। শারীরিকভাবে তিনি নাজুক থাকলেও বেশ ফুরফুরে মেজাজে ছিলেন।

বার্লো ছয় বছর ধরে পিএ মিডিয়ায় কাজ করছেন। তিনি বলেছেন, চলতি বছরের জুনে যখন তিনি রানির ছবি তোলেন, ওই সময় রানি আরো সুস্থ ছিলেন। এর আগের বছরও রানির হাস্যোজ্জ্বল ছবি তুলেছেন তিনি।

kalerkantho

সদ্যঃপ্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের স্মরণে এক মিনিট নীরবতা পালন করবে যুক্তরাজ্য। গতকাল সোমবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী লিজ ট্রাসের মুখপাত্র বলেন, ১৮ সেপ্টেম্বর জাতীয়ভাবে এ স্মরণ কর্মসূচি পালন করা হবে।

যুক্তরাজ্যের স্থানীয় সময় ১৮ সেপ্টেম্বর রাত ৮টায় পুরো দেশ এক মিনিট নীরবতা পালন করবে বলে জানানো হয়েছে।

পরদিন ১৯ সেপ্টেম্বর সকাল ১১টায় লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রানি দ্বিতীয় এলিজাবেথের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া হবে। রানির অন্ত্যেষ্টিক্রিয়ার রাজপরিবারের সদস্য, ব্রিটিশ রাজনীতিক ও বিশ্বনেতারা অংশ নেবেন।

অন্ত্যেষ্টিক্রিয়ার আগে চার দিন রানির মরদেহ ওয়েস্টমিনস্টার হলে রাখা হবে। এ সময় সর্বসাধারণ রানির কফিন দেখার সুযোগ পাবে। তার প্রতি শ্রদ্ধা জানাতে পারবে।

গত বৃহস্পতিবার স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে মারা যান রানি দ্বিতীয় এলিজাবেথ। তার বয়স হয়েছিল ৯৬ বছর। মাত্র ২৫ বছর বয়সে ব্রিটিশ রাজত্বের দায়িত্ব নিয়েছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ। তিনি ৭০ বছর রাজকার্য পরিচালনা করে অনন্য ইতিহাস গড়েন।

রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর তার বড় ছেলে ৭৩ বছর বয়সী তৃতীয় চার্লস স্বয়ংক্রিয়ভাবে নতুন রাজা হয়েছেন।
সূত্র : বিবিসি।

LEAVE A REPLY