ভারতে সিন্ধু সভ্যতা নিয়ে বিশ্বের সবচেয়ে বড় সংগ্রহশালা, যেন জীবন্ত ইতিহাস

ভারতে সিন্ধু সভ্যতা নিয়ে বিশ্বের সবচেয়ে বড় সংগ্রহশালা। (ছবি : আনন্দবাজার।

সিন্ধু সভ্যতা নিয়ে বিশ্বের সবচেয়ে বড় সংগ্রহশালা তৈরি হচ্ছে ভারতের হরিয়ানা রাজ্যে। রাজ্যের হিসার জেলায় রাখিগড়ি গ্রামে এই সংগ্রহশালাটি তৈরি করা হচ্ছে বলে জানা গেছে। বিশেষজ্ঞদের দাবি, সিন্ধু সভ্যতার সময় থেকেই এই গ্রাম ঐতিহাসিক তাৎপর্য বহন করে আসছে।  

জানা গেছে, নতুন এই সংগ্রহশালায় সিন্ধু আমলের নানা খুঁটিনাটি নিদর্শন রাখা হবে।

পাঁচ হাজার বছরের পুরনো জিনিসপত্র দিয়ে সাজানো হচ্ছে সংগ্রহশালাটি। খ্রিস্টপূর্ব ২৬০০ অব্দ থেকে ১৯০০ অব্দ পর্যন্ত সিন্ধু উপত্যকায় রাখিগড়ি গ্রামে জনবসতির অস্তিত্ব ছিল। নদী উপত্যকায় গড়ে ওঠা অন্যতম বৃহৎ বসতি ছিল এখানেই। তাই ঐতিহাসিক এবং প্রত্নতত্ত্ববিদদের কাছে এই গ্রামটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

দিল্লি থেকে রাখগড়ি গ্রামের দূরত্ব ১৫০ কিলোমিটার। সিন্ধু সভ্যতা তথা হরপ্পা সংস্কৃতির ওপর ভিত্তি করে তৈরি বিশ্বের সবচেয়ে বড় সংগ্রহশালা হবে এটি। রবিবার হরিয়ানা রাজ্যের মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর কাজের অগ্রগতি খতিয়ে দেখেছেন। সেখানে খননকাজ দ্রুত সম্পন্ন করার জন্য আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন তিনি।

রাখিগড়িতে এখনো খননকাজ পুরোপুরি শেষ হয়নি। এখন পর্যন্ত গ্রামটির মাত্র ৫ শতাংশ খোঁড়া হয়েছে। রাখিগড়ির মাটির নিচ থেকে কী কী পাওয়া যাচ্ছে তার একটি তালিকা প্রস্তুত করতে বলেছেন মুখ্যমন্ত্রী খট্টর। এ ছাড়া গ্রামের কোনো বাসিন্দার কাছে পুরনো সভ্যতার কোনো নিদর্শন থাকলে, তাও তালিকাভুক্ত করতে বলেছেন তিনি।

১৯৬৩ সালে আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার কর্মকর্তারা রাখিগড়িতে প্রথম খননকাজ শুরু করেন। তার পর থেকে ১৯৯৮ সাল পর্যন্ত মোট ৫৬টি নরকঙ্কাল এখানে পাওয়া গেছে। যার মধ্যে দুটি নারীর কঙ্কাল অন্তত সাত হাজার বছরের পুরনো বলে দাবি করেছেন গবেষকরা। কঙ্কাল দুটির হাত এবং পায়ে অনেক গহনা, তামার দ্রব্য, দামি পাথর ও একটি আয়না পাওয়া গেছে বলে জানিয়েছেন তারা।

সূত্র : আনন্দবাজার।

LEAVE A REPLY