সু্ইডেনের ভোটের আংশিক ফলে ডানপন্থীরা এগিয়ে

দক্ষিণ সুইডেনের মালমোতে নির্বাচনী কর্মকর্তারা ভােট গণনা করছেন-ছবি: এএফপিঅ-অ+

সুইডেনের বেশিরভাগ নির্বাচনী এলাকার ভোটগণনা শেষ হওয়ার পর দেখা গেছে, বিরোধী জোটের নেতা এবং মডারেট পার্টি প্রধান উলফ ক্রিস্টারসনের নেতৃত্বাধীন জোট মাত্র একটি আসন বেশি পেয়ে সামান্য এগিয়ে আছে।

এবারের নির্বাচনে সবচেয়ে বিস্ময়কর উগ্র-ডানপন্থীদের উত্থান যদিও তা খুব অপ্রত্যাশিত ছিল না। নির্বাচনী ফলে স্পষ্ট, উগ্র-ডানপন্থী সুইডেন ডেমোক্র্যাট দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে উঠে এসেছে।

গত রবিবার রাত ৮টায় শেষ হয় ভোটগ্রহণ।

শুরু হয় ছয় হাজার ৫৭৮টি নির্বাচনী এলাকার ভোটগণনা।

তারপর রাত যত বাড়তে থাকে, চিরপ্রতিদ্বন্দ্বী দুই শিবিরেও যেন সমান তালে বাড়তে থাকে উত্তেজনা। ভোটগ্রহণ শেষে বিভিন্ন সংস্থা এবং মিডিয়ার ভোটকেন্দ্রিক জরিপে প্রধানমন্ত্রী ম্যাগডালেনা অ্যান্ডারসনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতৃত্বাধীন জোট এগিয়ে ছিল।

সুইডেনের নিয়মানুযায়ী নির্বাচনে সব ভোট দুইবার গণনা করা হয়। প্রথমবার ভোটগণনাকে ‘প্রাথমিক’ এবং দ্বিতীয়বারকে ‘চূড়ান্ত’ বলা হয়। নির্বাচনের দিন রাত ৮টা থেকে প্রাথমিক ভোটগণনা শুরু হয়। নির্বাচনী এলাকাগুলোর ভোটগণনা শেষ হলে নির্বাচন কর্তৃপক্ষ অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে ভোটের শতাংশ অনুযায়ী প্রাথমিকভাবে প্রাপ্ত আসনসংখ্যা প্রকাশ করে। নির্বাচনে জোট যেরকমই যা-ই হোক না কেন, কোনো দল ন্যূনতম ৪ শতাংশ ভোট না পেলে তারা পার্লামেন্টে প্রতিনিধিত্ব করতে পারবে না। আর পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা লাভের জন্য দল বা জোটকে কমপক্ষে ১৭৫টি আসন পেতে হবে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ছয় হাজার ৫৭৮টি নির্বাচনী এলাকার মধ্যে ছয় হাজার ২৬৪টির ভোট প্রাথমিকভাবে গণনা শেষ হয়েছে। তাতে উলফ ক্রিস্টারসনের নেতৃত্বাধীন ডানপন্থী জোট পেয়েছে ১৭৫ আসন এবং বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন জোট পেয়েছে মোট ১৭৪ আসন। নির্বাচনী এলাকাগুলোর প্রাপ্ত ভোটের হিসাবে ম্যাগডালেনা অ্যান্ডারসনের জোট পেয়েছে ৪৮.৮ শতাংশ ভোট এবং উলফ ক্রিস্টারসনের জোট পেয়েছে ৪৯.৭ শতাংশ ভোট। এ ছাড়া অন্য ছোট দলগুলো সম্মিলিতভাবে পেয়েছে ১.৪ শতাংশ ভোট।

বিদেশে অবস্থানরত সুইডিশদের ভোট এবং ‘আগাম’ দেওয়া ভোট গণনা শেষ হলে বুধবার দিনের শুরুতে প্রাথমিকভাবে নির্বাচনের ‘সম্পূর্ণ’ ফল পাওয়া যাবে।

LEAVE A REPLY