ভারতে ইলেকট্রিক স্কুটার শোরুমে আগুন, ৮ জনের প্রাণহানি

ভারতের তেলেঙ্গানা রাজ্যে ইলেকট্রিক স্কুটার শোরুমে আগুন লেগে আটজনের প্রাণহানি ঘটেছে। রয়টার্স জানিয়েছে, আজ মঙ্গলবার ভোরে সেকেন্দারাবাদের ওই ঘটনায় আরো সাতজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রয়টার্স জানিয়েছে, আগুন লেগে হতাহতের এ ঘটনায় গাড়ির নিরাপত্তা নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে।

পুলিশ জানিয়েছে, প্রথমে ভবনের নিচতলায় রুবি ইলেকট্রিক শোরুমে আগুন ধরে যায়।

এরপর আগুন প্রথম ও দ্বিতীয় তলায় ছড়িয়ে পড়ে। এতে আটজন নিহত হন। ধোঁয়ার কারণে শ্বাসকষ্টে তাদের বেশির ভাগের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এরই মধ্যে সেখানকার কয়েকটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। কিছু ভিডিওতে দেখা যায়, আগুন থেকে বাঁচতে ওই ভবনের ওপরের তলাগুলো থেকে কয়েকজন নিচে লাফিয়ে পড়ছেন।

আগুন নেভানোর জন্য দমকল বাহিনীর কয়েকটি ইউনিট কাজ করছে।

তেলেঙ্গানার স্বরাষ্ট্রমন্ত্রী মুহাম্মদ মেহমুদ আলী বলেছেন, আগুন লাগার কারণ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বাসা থেকে লোকজনকে সরিয়ে নিতে অগ্নিনির্বাপক দলগুলো তাদের সর্বোচ্চ চেষ্টা করেছে। অনেক বেশি ধোঁয়ার কারণে কয়েকজন মারা গেছে।
সূত্র : রয়টার্স।

LEAVE A REPLY