কদিন আগেই বাবা হয়েছেন? তবে এখনো সন্তানের সাথে তেমন ভাব জমিয়ে উঠতে পারেনি? নতুন বাবা হলে সন্তানকে কোলে নিতেও কেমন ভয় ভয় লাগে। মনে হয় যদি ব্যথা পায়। যদি পড়ে যায় আরো অনেক বিষয়। এমন করতে করতে চোখের সামনেই হয়ত বড় হয়ে যায়।
সন্তানের সাথে ভাবটা হয়ে ওঠে না অনেক সময়। সন্তানের সাথে প্রথম থেকেই ভাবটা গড়ে তুলতে যা করতে পারেন।
১) স্পর্শ কিন্তু ভালবাসার অনুভূতি দেয়। সন্তানকে ঘন ঘন কোলে তুলে নিন। অনেকটা সময় ধরে কোলে রাখুন। অথবা মাথায় হাত বুলিয়ে তাকে ঘুম পাড়ানোর চেষ্টা করুন। আপনার স্পর্শ সন্তানকে নিরাপত্তার অনুভীতি দেবে। সম্পর্ক গভীর হবে।
২) সন্তানকে গান, কবিতা,গল্প শোনাতে পারেন। বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে ৩২ সপ্তাহের মধ্যেই শিশুরা বাবার আওয়াজ চিনে ফেলতে পারে। তবে চেহারা চিনতে বেশ কিছু দিন সময় লাগে।
৩) শিশুকে নিয়ে বাইরে ঘুরে আসুন। স্ট্রলারে বা কাঁধে করে তাকে নিয়ে বেরিয়ে পড়ুন। পার্কে ঘুরে আসতে পারেন। শিশুর সঙ্গে আলাদা করে সময় কাটানোর সুযোগ হাতছাড়া করবেন না।
৪) অফিসের থেকে বাসায় ফিরে ফোন নিয়ে পড়বেন না। অফিস থেকে ফিরে শিশুর কাছে যান তার সঙ্গে কথা বলুন। তাকে আদর করুন। প্রতিদিনের এই অভ্যাস আপনার সঙ্গে শিশুর সম্পর্ক মজবুত করবে।
সূত্র : আনন্দবাজার