যুক্তরাষ্ট্রের ভয়, আজারবাইজান-আর্মেনিয়া দ্বন্দ্বে উস্কানি দিতে পারে রাশিয়া

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন মঙ্গলবার বলেছেন, তাদের ভয় আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে হঠাৎ করে যে দ্বন্দ্ব শুরু হয়েছে সেটিতে ইচ্ছাকৃত উস্কানি দিতে পারে রাশিয়া যেন ইউক্রেন থেকে সকলের নজর সরে যায়।  

ইন্ডিয়ানায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এমন মন্তব্য করেন অ্যান্থনি ব্লিঙ্কেন। 

তিনি বলেন, আমাদের সব সময় ভয় হলো রাশিয়া ইচ্ছাকৃতভাবে অন্য কোথাও এমন পরিস্থিতি সৃষ্টি করতে পারে, যাতে করে ইউক্রেন  থেকে সকলের নজর সরে যায়। 

তবে তিনি সঙ্গে এও বলেছেন এ দুই দেশের মধ্যে উত্তেজনা উপশমও করতে পারে রাশিয়া। 

এ ব্যাপারে অ্যান্থনি ব্লিঙ্কেন বলেন, রাশিয়া এ অঞ্চলে তার প্রভাব খাটিয়ে পানিকে ঠাণ্ডা করতে পারে (উত্তপ্ত পরিস্থিতিতে স্থিতিশীলতায় নিয়ে আসতে পারে।) 

এদিকে দুই দেশের সেনাদের মধ্যে সীমান্তে সংঘর্ষের ঘটনা ছড়িয়ে পরার পর তাদের শান্তি বজায় রাখার আহ্বান জানায় যুক্তরাষ্ট্র। তাদের পক্ষ থেকে জানানো হয় দ্বন্দ্বের ব্যাপারে জানার পর বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্র বেশ চিন্তিত। 

সূত্র: আল জাজিরা  

LEAVE A REPLY