শাহরুখ খানঅ
সদ্য মুক্তিপ্রাপ্ত বক্স অফিস কাঁপানো সিনেমা ব্রহ্মাস্ত্রের পরিচালক অয়ন মুখার্জি শাহরুখ খানের ভক্তদের জন্য একটি উত্তেজনাপূর্ণ খবর শেয়ার করেছেন। সিনেমাটিতে কিং খানের বিশেষ উপস্থিতি মোহন ভার্ঘবকে নিয়ে আলাদা সিনেমা তৈরি করার পরিকল্পনা করছেন নির্মাতারা। ব্রহ্মাস্ত্রে মোহন ভার্ঘব একজন বিজ্ঞানী এবং ‘বানরাস্ত্র’ পরিচালনা করেছেন।
ভক্তদের পাশাপাশি গোটা ইন্টারনেট জগত বড় মাপের এই ফ্যান্টাসি মহাকাব্য থেকে তাঁর চরিত্রের আরো বেশি কিছু আশা করছেন।
ধর্ম চলচ্চিত্রে অভিনেতার উপস্থিতি দর্শকরা ব্যাপকভাবে পছন্দ করেছে। তাঁর চরিত্রটির পূর্নাঙ্গ সিনেমা চেয়ে ভক্তরা পিটিশনও দিয়েছেন।
ব্রহ্মাস্ত্রের একটি দৃশ্যে শাহরুখ খান
ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের সঙ্গে কথা বলার সময় পরিচালক অয়ন বলেছেন, শুধু শাহরুখ খানের ভক্তই নয়, নির্মাতারাও তাঁর চরিত্রের জন্য একটি স্পিন-অফের কথা ভাবছেন। আসলে ধারণাটি প্রথম আসে যখন তারা সিকুয়েন্সের জন্য চিত্রগ্রহণ করছিলেন। ব্রহ্মাস্ত্রে এই অভিনেতার ভূমিকা সিক্যুয়েলে তাঁর প্রত্যাবর্তনসহ বেশ কয়েকটি তত্ত্বের দিকে নিয়ে গেছে। ভক্তরা পরিচালককে অনুরোধ করেছেন ব্রহ্মাস্ত্রের মোহন ভার্গবের একটি স্পিন-অফ তৈরি করার জন্য।
স্পিন-অফের জন্য অনুরাগীদের দাবি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে আয়ান বলেন, ‘অনুরাগীরা এটি বলার আগে, আমরা নিজেরাও বলছিলাম। আমরা যখন ২০১৯ সালে সিকুয়েন্সের শুটিং করছিলাম, আমরা সেটেও বলছিলাম। বিজ্ঞানীর ব্যক্তিত্ব আবিষ্কার করার সঙ্গে সঙ্গে আমরা বললাম, ‘ইয়ার, আমাদের আরো বিশদ করতে হবে। আমাদের বিজ্ঞানীর অরিজিন স্টোরি করতে হবে!’
চলচ্চিত্র নির্মাতা আরো বলেন যে তাঁর দলও এই ধারণার সঙ্গে একমত যে শাহরুখ খানের চরিত্রটি কেবল একটি সিনেমার একটি ক্যামিওতে সীমাবদ্ধ হওয়া উচিত নয়। তিনি জানান, “আমরা শাহরুখের চরিত্রটির জনপ্রিয়তায় নিজেরাও কম্পিত হয়েছি। আমরা ইতিমধ্যে এটি সম্পর্কে চিন্তা করছি। আমরা সবকিছু শুনছি এবং আমাদের পরবর্তী পদক্ষেপের পরিকল্পনা করছি। ”
সূত্র : পিঙ্ক ভিলা