গণমাধ্যম সিএনএনকে একজন সামরিক কর্মকর্তা জানিয়েছেন, এ মুহূর্তে ইউক্রেনকে দূরপাল্লার অস্ত্র দেবে না যুক্তরাষ্ট্র।
ইউক্রেনের কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের কাছে চিঠি লিখেছেন। তারা সেই চিঠিতে ইউক্রেনকে দূরপাল্লার আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম (এটিএসিএমএস) দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন। এই অস্ত্রটি ১৮০ মাইল বা ৩০০ কিলোমিটার দূরে হামলা চালাতে পারে।
কিন্তু ইউক্রেনকে এখন এ অস্ত্র দেবে না যুক্তরাষ্ট্র। কারণ তারা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে ইউক্রেনকে দূরপাল্লার অস্ত্র দেবে না। এ নীতি থেকে এখনো সরে আসেনি যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের দাবি, ইউক্রেনকে তারা এখন পর্যন্ত যেসব অস্ত্র ও গোয়েন্দা তথ্য দিয়েছে সেগুলোই কাজে দিচ্ছে। তাদের এখন দূরপাল্লার অস্ত্র প্রয়োজন নেই।
তাছাড়া সাম্প্রতিক সময়ে খারকিভে ইউক্রেনের সেনারা যে সফলতা পেয়েছে সেটিকেও যুক্তরাষ্ট্র এখনই যুদ্ধের ‘টার্নিং পয়েন্ট’ বলতে চাইছে না। কারণ রাশিয়া পাল্টা আক্রমণে তাদের শক্তি প্রয়োগ করেনি।
এদিকে রাশিয়া যখন ইউক্রেনে ফেব্রুয়ারিতে হামলা করে তখন যুক্তরাষ্ট্র বলেছিল তারা ইউক্রেনকে ভারি অস্ত্র দেবে না। কিন্তু পরবর্তীতে সে অবস্থান থেকে সরে এসে ইউক্রেনীয় সেনাদের হিমার্স রকেট লঞ্চারসহ অনেক অত্যাধুনিক অস্ত্র দিয়েছে।
সূত্র: সিএনএন