রানির শেষকৃত্যে চীনা প্রতিনিধিদলের যোগদানে নিষেধাজ্ঞা

রানি দ্বিতীয় এলিজাবেথের কফিন। (ছবি : রয়টার্স)

রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে চীনের একটি প্রতিনিধিদলকে অংশ নিতে নিষেধ করা হয়েছে। বিবিসি প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, পার্লামেন্টের নিম্নকক্ষ ‘হাউস অব কমন্স’-এর স্পিকার লিন্ডসে হোয়লে আগামী সোমবার পার্লামেন্টের ওয়েস্টমিনস্টার হলে রানির শেষকৃত্য অনুষ্ঠানে চিনা প্রতিনিধিদলের যোগদানের আবেদন খারিজ করেছেন।

প্রতিবেদনে আরো বলা হয়েছে,  শুধু চীনের ভাইস প্রেসিডেন্ট ওয়াং কুইশান সোমবারের শেষকৃত্যে হাজির থাকতে পারবেন। লন্ডন-বেইজিং কূটনৈতিক টানাপড়েনের জেরেই ব্রিটিশ সরকার এই পদক্ষেপ নিয়েছে।

গত বছর উইঘুর মুসলিমদের ওপর বেইজিংয়ের অত্যাচার নিয়ে আন্তর্জাতিক অঙ্গন সরব হওয়ায় সম্প্রতি ৯ জন ব্রিটিশ নাগরিকের বিরুদ্ধে পদক্ষেপ নেয় চীন। নিষেধাজ্ঞা জারির পাশাপাশি কয়েকজনের সম্পত্তিও বাজেয়াপ্ত করা হয়। তাদের মধ্যে সাতজন ব্রিটেনের সংসদ সদস্য। এ কারণেই চীনা প্রতিনিধিদলকে রানির শেষকৃত্যে প্রবেশাধিকার দেওয়া হয়নি বলে সরকারি সূত্রে জানা গেছে।

ব্রিটিশ সংসদ সদস্যদের ওপর এই আচরণের কারণে লন্ডনের চীনা রাষ্ট্রদূতের পার্লামেন্ট ভবনে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন ‘হাউস অব কমন্স’ এবং ‘হাউস অব লর্ডস’-এর স্পিকার। তখন এই নিষেধাজ্ঞাকে চীন সরকার ‘ঘৃণ্য এবং কাপুরুষতা’ বলে সমালোচনা করেছিল।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় অতিথিদের তালিকায় রয়েছেন, তবে তার যোগদানের সম্ভাবনা নেই বলে মনে করা হচ্ছে। ব্রিটিশ কর্মকর্তারা আশা করছেন তার পরিবর্তে দেশটির ভাইস প্রেসিডেন্ট ওয়াং কিশান উপস্থিত থাকবেন।

গত বৃহস্পতিবার প্রাক্তন টোরি মন্ত্রী ইয়ান ডানকান স্মিথ এবং টিম লোটনসহ সাতজন সংসদ সদস্য এবং তাদের সহকর্মীদের একটি দল রানির শেষকৃত্যে যোগদানের জন্য চীনের রাষ্ট্রপতি শির আমন্ত্রণ প্রত্যাহার করার জন্য পররাষ্ট্র সচিবকে অনুরোধ করেছিল।  

রানি দ্বিতীয় এলিজাবেথকে শেষবিদায় জানাতে সোমবার লন্ডনে হাজির থাকবেন প্রায় ১০০ জন রাজা-রানি ও রাষ্ট্রনেতা। পশ্চিম লন্ডন থেকে তাদের সকলকে ওয়েস্টমিনস্টার অ্যাবিতে আনার জন্য বিশেষ বাসের ব্যবস্থা থাকবে। শুধু নিরাপত্তাজনিত কারণে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ, ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ এবং জাপানের সম্রাট নারুহিতোর জন্য আলাদা গাড়ির ব্যবস্থা থাকবে বলে সরকারি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়েছে।

সূত্র : বিবিসি।

LEAVE A REPLY