চীনের বহুতল সরকারি ভবনে ভয়াবহ আগুন (ভিডিও)

চীনের হুনান প্রদেশের রাজধানী চাংশায় আগুন। (ছবি : টুইটার)

চীনের হুনান প্রদেশের রাজধানী চাংশার কেন্দ্রস্থলে একটি ৪২ তলা ভবনে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে। রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় নিহতের সংখ্যা এখনো অজানা।

রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি জানিয়েছে, রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিকমিউনিকেশন কম্পানি চায়না টেলিকমের ভবনের বেশির ভাগ তলায় ‘ভয়াবহ আগুন’ ছড়িয়ে পড়েছে।

ভবনটির উচ্চতা প্রায় ৬৫৬ ফুট। আকাশে ঘন ধোঁয়ার কুণ্ডলী উঠছে।

সিসিটিভি আরো জানায়, ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার অভিযান শুরু করেছেন। ঘটনাস্থলে ৩৬টি ফায়ার ট্রাক এবং ২৮০ জন কর্মী মোতায়েন করা হয়েছে।

সিসিটিভির প্রকাশিত একটি ছবিতে ভবনের মধ্যে কমলা রঙের শিখা এবং আকাশে কালো ধোঁয়া উড়তে দেখা যায়।

একটি স্থানীয় সংবাদমাধ্যমের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওতে দেখা যায়, ভবনের বাইরের অংশটি কালো হয়ে গেছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিভিয়ে ফেলা হয়েছে। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে হুনানের ফায়ার সার্ভিস বিভাগ জানিয়েছে।

সূত্র : দ্য গার্ডিয়ান।

LEAVE A REPLY