যেভাবে এখনো বিশ্বকাপ খেলার সুযোগ পেতে পারেন শামি

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে সুযোগ হয়নি তারকা পেসার মোহাম্মদ শামির। তার নাম আছে রিজার্ভ ক্রিকেটারদের তালিকায়। তার পরও শামির অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার সম্ভাবনা আছে। কিন্তু কিভাবে? ভারতের এক নির্বাচক শামির সামনে সেই দুয়ার উন্মুক্ত করার আভাস দিয়েছেন।

এ জন্য শামিকে কারো চোটে পড়ার অপেক্ষা করতে হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই নির্বাচক ভারতীয় সংবাদমাধ্যমকে বলেছেন, ‘শামি ১০ মাসের বেশি টি-টোয়েন্টি খেলেনি। তাই তাকে সরাসরি দলে নেওয়া সম্ভব ছিল না। কিন্তু তার পরও মূল দলে সে ঢুকতে পারে। বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা সিরিজে শামির দিকে নজর রাখা হবে। তাকে ভালো বল করতে হবে। তারপর যদি বিশ্বকাপের আগে দলের আর কোনো ক্রিকেটার চোট পায় তাহলে শামিকে আগে সুযোগ দেওয়া হবে। ’

ওই নির্বাচকের কথা থেকে স্পষ্ট, রিজার্ভ থেকে মূল দলে কাউকে নেওয়া হলে দীপক চাহারের চেয়ে অনেক এগিয়ে আছেন শামি। ভারতের বিশ্বকাপের দলে আছেন হর্ষল প্যাটেল ও যশপ্রীত বুমরাহ। দুজনই দীর্ঘদিন ইনজুরিতে ভুগেছেন। বিশ্বকাপের দল নির্বাচনের আগে তারা সুস্থ হতে না পারলে শামিকেই অগ্রাধিকার দেওয়া হতো বলে জানিয়েছেন ওই নির্বাচক। তিনি বলেন, ‘বুমরাহ এবং হর্ষল সুস্থ না হলে শামিকেই নেওয়া হতো। কিন্তু আমাদের একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। তাই শামিকে রিজার্ভে রাখা হয়েছে। ’ 

LEAVE A REPLY