ব্রিটেনের প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথকে শ্রদ্ধা জানাতে স্থানীয় সময় শনিবারও লাইনে দাঁড়িয়েছিলেন হাজার হাজার মানুষ। লন্ডনের ওয়েস্টমিনস্টারে রানিকে শ্রদ্ধা জানাতে সাধারণ মানুষের লাইন দীর্ঘ থেকে দীর্ঘ হয়েছে।
বিবিসি জানিয়েছে, রানিকে শ্রদ্ধা জানাতে নতুন করে লাইনে না দাঁড়াতে ব্রিটিশ সরকারের পক্ষ থেকে সবার প্রতি আহ্বান জানানো হয়েছে। লাইনে দাঁড়ানোর পর যেকোনো ব্যক্তি রানিকে শ্রদ্ধা জানাতে অন্তত সাড়ে ১৪ ঘণ্টা সময় লাগছে।
ভোগান্তি এড়াতে জনগণকে নিরুৎসাহিত করছে ব্রিটিশ প্রশাসন।
সেই লাইনে দাঁড়ানো মানুষের খোঁজখবর নিয়েছেন রাজা তৃতীয় চার্লস ও প্রিন্স উইলিয়াম। লাইনে দাঁড়ানো বহু মানুষের সঙ্গে তারা কথা বলেছেন, খোঁজখবর নিয়েছেন এবং হাত মিলিয়েছেন।
রানিকে শ্রদ্ধা জানানোর লাইন প্রায় আট কিলোমিটার দীর্ঘ হয়েছে। সেই লাইনের ওয়েস্টমিনস্টারের কাছাকাছি ল্যামবেথ ব্রিজে গেছেন রাজা ও প্রিন্স উইলিয়াম। সেখানে কিছুক্ষণ সময় পার করেন তারা।
গত শুক্রবার রাতেও রানির কফিনে যখন শ্রদ্ধা জানিয়েছেন তার তিন সন্তান প্রিন্সেস অ্যানি, প্রিন্স অ্যান্ড্রু ও প্রিন্স এডওয়ার্ড। ওই সময়ও তাদের সঙ্গে ছিলেন রাজা তৃতীয় চার্লস।
আজ রবিবার রানির কফিনে শ্রদ্ধা জানাবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ব্রিটেনে সফরকালে প্রধানমন্ত্রী লিজ ট্রাসের সঙ্গে বৈঠক করবেন বাইডেন। সরকারপ্রধান হিসেবে এটিই হবে তাদের প্রথম সাক্ষাৎ।

এদিকে রানির আট নাতি-নাতনি ওয়েস্টমিনস্টার হলে কফিনের চারপাশে দাঁড়িয়ে নজরদারি করেছে। প্রিন্স উইলিয়াম এবং হ্যারি রাজকীয় সামরিক পোশাক পরেছিলেন এবং বাকিরা পরেছিলেন কালো পোশাক।
সূত্র : বিবিসি।