ইসরায়েলের রাষ্ট্রদূত গিল আর্টজেলি ইসরায়েল ফায়ার কম্পানির সদস্যদের সাথে কথা বলছেনঅ-অঅ+
চিলির প্রেসিডেন্ট সান্তিয়াগোতে ইসরায়েলের নতুন রাষ্ট্রদূতের পরিচয়পত্র গ্রহণ স্থগিত করার পর দুই দেশের মধ্যে কূটনৈতিক সংকট প্রকট আকার ধারণ করেছে। অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি কিশোরের হত্যার ঘটনায় চিলির প্রেসিডেন্ট এই পদক্ষেপ নেন।
এর জবাবে চিলির রাষ্ট্রদূত জর্জ কারভাজালকে তলব করেছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বৈঠকে তিরস্কার করে বলা হয়েছে, ইসরায়েলের প্রতিক্রিয়া স্পষ্ট করা হবে।
বিরোধটি শুরু হয় গত বৃহস্পতিবার। ওই দিন চিলির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিয়া উরেজোলা নবনিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত গিল আর্তজেলিকে জানান, চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক অক্টোবর পর্যন্ত তার প্রমাণপত্র গ্রহণের বৈঠক স্থগিত করছেন।
চিলির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র ওই দিন ১৭ বছর বয়সী ফিলিস্তিনি বালক ওদাই ট্রাড সালাহর মৃত্যুর কথা উল্লেখ করে এক খুদে বার্তায় বলেন, এটার কারণ, একজন নাবালকের মৃত্যুর জন্য আজ স্পর্শকাতর দিন।
সূত্র : আলজাজিরা।