পদ্মা সেতুর নাট-বল্টু খোলা তালহার জামিন স্থগিত

উদ্বোধনের পর পদ্মা সেতুর রেলিংয় থেকে নাট-বল্টু খোলার ভিডিও ভাইরাল করা যুবক বাইজীদ তালহার জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। গত ১৪ অক্টোবর হাইকোর্ট তাকে জামনিন দিলে সে জামিন স্থহিত করতে চেম্বার আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ।  

আজ রবিবার সে আবেদনের শুনানির পর বিচারপতি এম ইনায়েতুর রহিমের চেম্বার আতালত আগামী ৩১ অক্টোবর পর্যন্ত তালহার জামিন স্থগিত করেনন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর।

তাঁর সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. সাইফুল আলম ও মো. শাহীন মৃধা।  

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর কালের কণ্ঠকে বলেন, “আগামী ৩১ অক্টোবর পর্যন্ত জামিন স্থগিত থাকবে। ওইদিন আবেদনটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানিতে আসবে। “

এর আগে, গত ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন হয়। পরে ২৭ জুন উন্মুক্ত হওয়ার দিন সেতুর নাট বল্টু খুলে ফেলার দৃশ্য নিয়ে ‘টিকটক’ ভিডিও ভাইরাল হলে শান্তিনগরের বাসা থেকেই বাইজীদ তালহাকে গ্রেপ্তার করা হয়। পদ্মা সেতু দক্ষিণ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করে তাকে শরীয়তপুরের আদালতে হাজির করা হলে বিচারক তাকে সাত দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।

ওই মামলায় বাইজীদের সহযোগী হিসেবে কায়সার আহম্মেদ এবং অজ্ঞাতনামা আরো কয়েকজনকে আসামি করা হয়। ৩০ বছর বয়সী বাইজীদ পটুয়াখালি জেলার তেলীখালী গ্রামের মো. আলাউদ্দিনের ছেলে।

এ মামলায় নিম্ন আদালতে জামিন চেয়ে ব্যর্থ হওয়ায় পর হাইকোর্টে জামিন আবেদন করেন তালহা। আবেদনের শুনানি নিয়ে গত ১৪ সেপ্টেম্বর হাইকোর্ট তাকে জামিন দিয়ে রুল জারি করেন। রাষ্ট্রপক্ষের আবেদনে সে জামিনটিই স্থগিত করলেন চেম্বার আদালত।

LEAVE A REPLY