এলচেকে হারিয়ে রিয়ালকে টপকাল বার্সেলোনা

অ্যালিয়াঞ্জ অ্যারেনায় ভালো খেলেই হারতে হয়েছিল জাভি এর্নান্দেসের দলকে। বায়ার্ন মিউনিখের কাছে চ্যাম্পিয়নস লিগে হারের ওই শোক কাটিয়ে এলচের জালে গোল উৎসবই করেছে বার্সেলোনা। ন্যু ক্যাম্পে লা লিগার ম্যাচে রবার্ত লেভানদোস্কির জোড়া গোলে কাতালানরা ৩-০ ব্যবধানে হারিয়েছে ১০ জনের এলচেকে। অন্য গোলটি মেমফিস  দেপাইয়ের।

এ জয়ে রিয়াল মাদ্রিদকে টপকে লা লিগার পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে এসেছে জাভি এর্নান্দেসের দল। ছয় ম্যাচে বার্সেলোনার পয়েন্ট ১৬। এক ম্যাচ কম খেলা রিয়ালের পয়েন্ট ১৫। আজ মাদ্রিদ ডার্বিতে জিতলে আবার শীর্ষে ফিরবে কার্লো আনচেলোত্তির দল। এ মৌসুমে এখনো কোনো ম্যাচ হারেনি রিয়াল মাদ্রিদ।

খেলার শুরুর দিকে গনজালো ভার্দু লাল কার্ড দেখলে ১০ জনে পরিণত হয় এলচে। বিরতির আগে দুটি গোলও হজম করে তারা। ৩৪ মিনিটে লেভানদোস্কি বার্সেলোনাকে এগিয়ে নেওয়ার পর ৪১ মিনিটে ব্যবধান ২-০ করেন মেমফিস দেপাই। মিনিটে দুয়েক পর বল জালে জড়িয়েছিলেন পেদ্রিও। কিন্তু ভিএআরে বাতিল হয়ে গেছে তাঁর গোল। বিরতির পর শুরুতে আবার গোল লেভানদোস্কির। একজন কম নিয়েও দ্বিতীয়ার্ধের প্রায় পুরোটা সময় আর গোল হজম করেনি এলচে। পুরো ম্যাচে মাত্র একটি শট নিয়েছে তারা। বিপরীতে বার্সার শট ছিল ২৫টি।

LEAVE A REPLY