করোনায় আক্রান্ত শামি

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন মোহাম্মদ শামি। ফলে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন এই ভারতীয় পেসার।

মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিপক্ষে মোহালিতে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে খেলতে নামছে ভারত। সেই ম্যাচের জন্য শনিবার মোহালিতে পৌঁছেছেন রোহিত শর্মারা।

 দলের সঙ্গে মোহালিতে যাননি শামি। প্রায় এক বছর পর দেশের জার্সিতে নামতে যাচ্ছিলেন তিনি, কিন্তু তা আপাতত হচ্ছে না।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে ভারত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনটি ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবেন তারা। মঙ্গলবার প্রথম ম্যাচের পর আগামী শুক্রবার (২৩ সেপ্টেম্বর) নাগপুরে দ্বিতীয় টি-টোয়েন্টি এবং আগামী রবিবার (২৫ সেপ্টেম্বর) তৃতীয় টি-টোয়েন্টি।

শামির বিকল্প হিসেবে আরেক পেসার উমেশ যাদবকে দলে নেওয়া হয়েছে।

LEAVE A REPLY