ক্যারিয়ারের দ্বিতীয়বারের মত সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে টি-টেন লিগ খেলতে পারেন বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল। আগামী ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য টি-টেন লিগ প্লেয়ার ড্রাফটে তার নাম আছে। আয়োজকরা টুইট করে খবরটি নিশ্চিত করেছে। আগামী নভেম্বর থেকে শুরু হবে টুর্নামেন্টটি।
প্লেয়ার্স ড্রাফটে আরও আছেন- জেসন রয়, ডেভিড মালান, নাজিবুল্লাহ জাদরান, রেজা হেনড্রিক্স এবং জেমস ভিন্সের মতো ক্রিকেটাররা। টি-টেনের দল বাংলা টাইগার্স, ইতোমধ্যে আইকন ও অধিনায়ক হিসেবে সাকিব আল হাসানের নাম নিশ্চিত করেছে। ২৩ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে টি-টেন লিগের ষষ্ঠ আসর।
উল্লেখ্য, এর আগে ২০১৭ সালে পাখতুনসের হয়ে প্রথম আসরে খেলেছিলেন তামিম। শহিদ আফ্রিদির নেতৃত্বাধীন ঐ দলটি সেমিফাইনালে খেলেছিল। প্রথম ম্যাচে ২৭ বলে ৫ চার ও ৪ ছক্কায় অপরাজিত ৫৬ রান করেছিলেন তামিম।