বাংলাদেশকে হারিয়ে ট্রফি রেখে দিতে চান নেপাল কোচ

দুই দল প্রথমবার মুখোমুখি হয়েছে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে। এবারের আসরে উভয় দলের পারফর্মেন্সই ছিল দুর্দান্ত। ভুটানকে হারিয়ে বাংলাদেশ আর ভারতকে হারিয়ে নেপাল ফাইনাল নিশ্চিত করেছে। এবার ফাইনালে বাংলাদেশকে হারিয়ে ট্রফি নিজেদের দেশেই রেখে দিতে চায় নেপাল।

আগামীকাল সোমবার বিকাল সোয়া ৫টায় অনুষ্ঠিতব্য ম্যাচের আগে এমনটাই বললেন নেপালের কোচ কুমার থাপা।

kalerkantho

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে কুমার থাপা বলেছেন, ‘নতুন একটি ইতিহাসের সামনে আমরা দাঁড়িয়ে আছি। তাই আমরা সেই সুযোগ নষ্ট করতে চাই না। আমরা ভাল ফুটবল খেলে সেই গল্প লিখতে চাই। আমাদের সুযোগ ৯০ মিনিট। আমরা স্বাগতিক। কাপ এখানেই আছে। এখানেই রেখে দিতে চাই। দুই বছর এখানে ট্রফি এসেছে। সেমিফাইনালে (ভারতের বিপক্ষে) মেয়েদের খেলা দেখে আমি খুবই খুশি হয়েছি। আমরা সর্বশক্তি দিয়ে ট্রফি রেখে দেওয়ার চেষ্টা করব। ‘ 

তিনি আরও বলেন, ‘ইতিহাস লেখা হয় তা ভাঙ্গার জন্যই। বয়সভিত্তিক খেলায় নেপাল হারলেও জাতীয় দলের খেলায় কিন্তু হেরেছে বাংলাদেশ। অবশ্য পেছনের কথা মনে করতে চাই না। দুদলই সেরা দল।  খেলবেও সেরকম।  সম্পর্ক বন্ধুত্বের হতে পারে। ময়দানী খেলায় বন্ধুত্ব নেই।   ফুটবল নিয়ে নেপালের মানুষের আবেগ বেশি।  নেপালের জনগন ফুটবল নিয়ে খায়, ঘুমায়। কিন্তু দর্শকদের উপস্থিতিতে মেয়েদের মাঝে চাপ কিংবা আবেগ কোনটাই কাজ করবে না। ‘

LEAVE A REPLY