আশপাশে শুভঙ্কর দা নাই তো? বিখ্যাত এই উক্তির মানুষ আবু হেনা রনি অগ্নিদগ্ধ। মীরাক্কেলের বিখ্যাত আবু হেনা রনি গতকাল এক অনুষ্ঠানে আগুনে পুড়ে গেছেন। তাঁর শরীরের ২৫ শতাংশ পুড়ে গেছে বলেই জানিয়েছেন চিকিৎসকরা। রনির দুর্ঘটনার খবর পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন কলকাতার জনপ্রিয় সঞ্চালক ও অভিনেতা মীর আফসার আলী।
সামাজিক যোগাযোগ মাধ্যমে মীর পোস্ট করে লিখেছেন, ‘আবু হেনা রনি নিজেই একজন আগুন। ওকে পোড়ায় কার সাধ্য? দোয়া করবেন সবাই। ’

আবু হেনা রনি
মীরের ভীষণ পছন্দের একজন মানুষ তথা কমেডিয়ানের মধ্যে অন্যতম রনি। তাঁর এই বিপদে ভেঙে পড়েছেন মীরাক্কেলের ভক্তরাও। সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাই কৌতুক অভিনেতার শরীর নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকার গাজীপুর এলাকায় একটি অনুষ্ঠানে গিয়েছিলেন রনি। সেখানে গ্যাস বেলুন ফেটে বিস্ফোরণ হয় এবং তাতেই আগুনে পুড়ে গেছেন আবু হেনা রনি। তাঁর সঙ্গেই গুরুতর আহত হন আরো চারজন। সঙ্গে সঙ্গে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে তাকে নিয়ে যাওয়া হলে চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়েছে, শরীরের ২৫ শতাংশ পুড়েছে তাঁর। অবস্থা সংকটজনক!
চিকিৎসকরা জানিয়েছেন, গতকাল থেকেই হাসপাতালের জরুরি বিভাগে পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে। সকালে হাই ডিপেন্ডেন্সি ইউনিটে নিয়ে যাওয়া হয়েছে। রনির শ্বাসনালি দগ্ধ হয়েছে বলেই দাবি চিকিৎসকদের। পুড়ে যাওয়ার পরিমাণ অনেকটাই বেশি।
সূত্র : আনন্দবাজার পত্রিকা।