আবু হেনা রনির অবস্থা এখনো শঙ্কামুক্ত নয়

আবু হেনা রনির চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড

গাজীপুর পুলিশ লাইনসে গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ কৌতুক অভিনেতা আবু হেনা রনির অবস্থা এখনো শঙ্কামুক্ত নয়, এমনটাই জানিয়েছে রনির চিকিৎসার জন্য গঠিত ১৩ সদস্যের মেডিক্যাল বোর্ড।

চিকিৎসা বোর্ডের পর্যালোচনা শেষে সংবাদ সম্মেলনে ডা. সামন্ত লাল সেন সাংবাদিকদের বলেন, কোনো রোগীর ১৫ শতাংশের ওপরে বার্ন হলেই আমরা বলি রোগীর অবস্থা সিরিয়াস। এ রোগীর ১৫ শতাংশের বেশি (২৫%) বার্ন হয়েছে। এর মধ্যে আবার ইনহেলেশন আছে।

তাই তাকে শঙ্কামুক্ত বলা যাবে না।  

তিনি বলেন, আবু হেনা রনির আরো কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। তাঁর রক্ত পরীক্ষায় সমস্যা রয়েছে। রিপোর্টগুলো আজ বোর্ডের সভায় পর্যবেক্ষণ করা হয়।

ডা. সামন্ত লাল সেন আরো বলেন, ‘নতুন ট্রিটমেন্ট সংযোজন করা হয়েছে। তাকে সার্বক্ষণিক মনিটরিংয়ে রাখা হচ্ছে। আগামীকাল আমরা আবার বসব। ’ পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি না যাওয়ার আগে স্পষ্ট করে কিছু বলা যায় না বলেও জানান তিনি।  

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সামন্ত লাল সেন বলেন, দেশের বাইরে চিকিৎসার বিষয়ে পুলিশ ও আবু হেনা রনির পরিবার চাইলে ‍সিদ্ধান্ত নিতে পারেন। এ ধরনের রোগী চিকিৎসা করার সক্ষমতা হাসপাতালে আছে বলেও জানান তিনি।  

তবে গত দুই দিনে রনিসহ পুলিশ সদস্য জিল্লুর রহমানের অবস্থা অপরিবর্তিত রয়েছে।  

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ডা. সামন্ত লাল সেন ছাড়াও হাসপাতালের সিনিয়র চিকিৎসকরা বোর্ডে উপস্থিত ছিলেন। চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।  কী কারণে এ ঘটনা, তদন্ত কমিটি সে বিষয়ে কাজ করছে। কমিটির তদন্ত শেষে মামলার বিষয়ে সিদ্ধান্ত হবে। চিকিৎসার বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সব ধরনের দায়িত্ব নিয়েছে বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. হুমায়ুন কবির।

চিকিৎসার বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করে দেশবাসীর কাছে দোয়া চান আবু হেনা রনির স্ত্রী রোমানা রশিদ শম্পা।  

গত শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরিত হয়ে কৌতুক অভিনেতা আবু হেনা রনিসহ পাঁচজন দগ্ধ ও আহত হন। সেদিন রাতে তাদের দগ্ধ অবস্থায় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এই মুহূর্তে রনির অবস্থা সংকটাপন্ন।

LEAVE A REPLY